Ultimate magazine theme for WordPress.

‘ভুলে গেলে চলবে না, সবার আগে আমরা মানুষ’- নুসরাত

বিনোদন ডেস্কঃ ভারতের দিল্লি যেন রণক্ষেত্রে পরিণত হয়েছে। সিএএ বিরোধী বিক্ষোভের ঘটনায় সংঘর্ষে নিহতের সংখ্যা ক্রমে বাড়ছে। অশান্ত পরিস্থিতি সর্বত্র। বিষয়টি নিয়ে শিক্ষার্থী, সাধারণ নাগরিকের পাশাপাশি শিল্পী সমাজ প্রতিবাদ করছেন।

জিনিউজের প্রতিবেদন বলছে, বুধবার সকালে নিজের টুইটারে একটি ছবি পোস্ট করেন নুসরাত। ছবিতে ধূসর ব্যাকগ্রাউন্ডে ইংরেজি অক্ষরে ‘মুসলিম’ ও ‘হিন্দু’ শব্দ দু’টি লেখা। তবে উভয় শব্দ থেকেই ‘ইউ’ এবং ‘আই’ বর্ণ দু’টি অনুপস্থিত। এর নিচে লেখা, ‘তুমি (ইউ) এবং ‘আমি’ (আই) ছাড়া ‘আমরা’ হতে পারি না’।

ছবিটির সঙ্গে নুসরাত লেখেন, ‘আমি দুঃখ ভারাক্রান্ত, মর্মাহত। আমার কষ্ট হচ্ছে। আমার দেশ জ্বলছে। ভুলে গেলে চলবে না, সবার আগে আমরা মানুষ।’

কেউ যেন গুজব, ভুয়া খবর কিংবা ঘৃণা না ছড়ায় সেজন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন অভিনেত্রী থেকে রাজনীতিক হওয়া নুসরাত জাহান।

নুসরাত ছাড়াও টলিউডের একাধিক তারকাও দিল্লির সহিংসতা নিয়ে নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়েছেন।

nusrat-jahan-image

Leave A Reply

Your email address will not be published.