তেলুগু অভিনেতা প্রভাসের সঙ্গে আনুশকার শেট্টির সম্পর্ক নিয়ে কম কথা হয়নি। ‘বাহুবলী’-র সময় তারা একে অপরের কাছাকাছি চলে আসেন বলেও খবর শোনা যায়। এমনকি খুব শীঘ্রই প্রভাসের সঙ্গে সাত পাকে বাঁধাও পড়তে চলেছেন তিনি।
যদিও এই খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন ‘বাহুবলী এবং ‘দেবসেনা’। তবে এরই মাঝে আবারও একবার শিরোনামে চলে আসেন তিনি। ভারতীয় ক্রিকেটারের সঙ্গে তার নাম জড়ায়। এখানেই নয়। এইবছরই আনুশকা তাকে বিয়ে করবেন বলেও খবর রটানো হয়।
তবে এবার এইসমস্ত বিতর্ক এবং গুজব নিয়ে শেষমেশ মুখ খুলতে বাধ্য হলে দক্ষিণের এই সুন্দরী। মিডিয়ার ওপর নিজের ক্ষোভও উগরে দেন আনুশকা।
তিনি বলেছেন, কোনও কিছু না জেনেই তারা কথা বলে। এমনকি বহুবার বেশকিছু সংবাদমাধ্যম তো আমার বিয়েও দিয়ে ফেলেছেন। কারও না কারও সঙ্গে আমার নাম জড়িয়ে ফেলেন তারা। তবে সমস্তটাই যে গুজব তা আমি বহুবার বলেছি। এরমধ্যে কোনও সত্যতা নেই।
পাশাপাশি তিনি এও জানালেন, বিয়ের সিদ্ধান্ত তিনি বাবা-মায়ের ওপর ছেড়ে দিয়েছেন। এখন তিনি চুটিয়ে কাজ করে যেতে চান।