স্পন্দনে শিহরে শূন্য তব রুদ্র কায়াহীন বেগে,
বস্তুহীন প্রবাহের প্রচন্ড আঘাত লেগে,
পুঞ্জ পুঞ্জ বস্তু ফেনা উঠে জেগে,
বি রহমান অন্তহিন ধুর,
তোমারে কি নিরন্তর দেয় সারা,
সর্বনাশা প্রেমে তুমি কি নিত্য এই ঘরছাড়া,
হাসনাহেনা গোলাপ গান্ধা
জুই চাম্পা বকুল ফুল,
বি রহমান পল্লব পূস্পে,
ঝরে ঝরে পরে ফুল,
সবারে ঠেকায়ে দিয়ে দাড়াইবে পথে,
অনুতম পরমাণু আপনার ভারে,
বিদ্ব হবে আকাশের মর্মমূলে,
বন্ধুষের বেদনার শুলে,
বি রহমান কবি তোরে করেছে আজ উতলা,
ঝংকার মূখরা এই ভুবনে মেথলা,
নাড়িতে নাড়িতে তোর রহমানের শুনি পদধ্বনি,
বক্ষে তোর উঠে রনরানী,
প্রান হতে প্রানে,
নিশীথে প্রভাতে,
যা কিছু পেয়েছো হাতে,
ক্ষয় দান হতে দানে,
গান হতে গানে,
বি রহমান স্রোতে হয়েছে মূখর
তরুণী কাপিছে থর থর।।
Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Prev Post