Ultimate magazine theme for WordPress.

‘বলতে গেলে দর্শক এখনো কিছুই দেখেননি’

গত বৃহস্পতিবার ইউটিউবে প্রকাশিত হয় আরিফিন শুভ অভিনীত ছবি ‘মিশন এক্সট্রিম’-এর টিজার। টিজারে শুভর মারকুটে চেহারা নজর কেড়েছে সিনেমাপ্রেমীদের। ১ মিনিট ৩৩ সেকেন্ডের টিজারে শুভর প্রশংসায় পঞ্চমুখ দর্শকেরা।

এই প্রসঙ্গে শুভ বললেন, ‘বলতে গেলে দর্শক এখনো আসলে কিছুই দেখেননি। টিজারের চেয়ে ৯০ ভাগ বেশি ভালো হয়েছে ছবিটি।’

ঈদুল ফিতরে মুক্তি পাবে ‘মিশন এক্সট্রিম’। সে হিসেবে এখনো দুই মাস অপেক্ষা করতে হবে। আরিফিন শুভ বলেন, ‘এই দুই মাস আপাতত এই ছবিটি নিয়েই থাকতে চাই। টিজার দেখার পর সবার মধ্যে যে উচ্ছ্বাস দেখেছি, তা আমাকে আপ্লুত করেছে। সবাই যেভাবে চমক দেখায়, আমরা সেভাবে যেতে চাইছি না। বলতে পারেন, উল্টো পথে হাঁটছি। আমরা চাইছি, ফাইনাল খেলাটা দর্শক প্রেক্ষাগৃহে গিয়েই দেখুক।’

‘মিশন এক্সট্রিম’ ছবির অন্য চরিত্রের অভিনয়শিল্পীরা হলেন ঐশী, তাসকিন রহমান, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, শতাব্দী ওয়াদুদ প্রমুখ। গল্প ও চিত্রনাট্য লিখেছেন সানি সানোয়ার। যৌথভাবে ছবিটি পরিচালনা করেছেন সানি সানোয়ার ও ফয়সাল আহমেদ।

এদিকে,  মুম্বাই থেকে গতকাল ঢাকায় ফিরেছেন আরিফিন শুভ। তার আগে দুবাইতে গিয়েছিলেন একটি বিজ্ঞাপনচিত্রের শুটিংয়ে।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, বঙ্গবন্ধুর জীবনীচিত্রের চূড়ান্ত লুক টেস্টের কাজে আরিফিন শুভ গিয়েছিলেন মুম্বাই। তবে বিষয়টি নিয়ে কোনো কথা বলতে চাইছেন না তিনি।

Leave A Reply

Your email address will not be published.