আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) প্রকাশ হয়েছে তরুণ নির্মাতা রায়হান রাফি পরিচালিত ‘পরাণ’ সিনেমার টিজার। আর তাতে মুগ্ধ সিনেপ্রেমী। টিজার প্রকাশের তিন ঘণ্টার মধ্যেই ইউটিউবের কমেন্ট বক্সে জমা হয়েছে প্রায় শ খানেক কমেন্টস, যার সবটাই প্রশংসাবাক্য। অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ও চলচ্চিত্র পেজ গুলোতে শুরু হয়েছে ‘পরাণ’ ছবির গুণগান ও প্রচার।
ছবিটিতে উঠে এসেছে ত্রিভুজ প্রেমের গল্প। রোম্যান্টিক থ্রিলার ঘরানার ছবিটিতে মূল আকর্ষণ শরিফুল রাজ। ১ মিনিট ২০ সেকেন্ডের এই টিজারেই প্রশংসা পাচ্ছে শরিফুল রাজের বেশভূষা-উপস্থিতি-বাচনভঙ্গি। অন্যদিকে ছবির নায়িকা বিদ্যা সিনহা মিম ও নায়ক ইয়াশ রোহানের অভিনয়েও নজর কাড়ছে দর্শকদের।
ছবিটি প্রসঙ্গে শরিফুর রাজ বলেন, ‘‘আমি চ্যালেঞ্জ নিতে চাই। ‘পরাণ’ ছবিটি আমাকে সেই ঠিকঠাক চ্যালেঞ্জ দিয়েছে। বাকি দর্শক দেখুক। তবে সবাই প্রশংসা করছে দেখে ভালো লাগছে।’’
‘পরাণ’র টিজারে মিমের ভালাবাসার মানুষ দু’জন শরিফুল রাজ ও ইয়াশ রোহান। এর মধ্যে শরিফুল রাজকে দেখা যায় সন্ত্রাসীর চরিত্রে আর ইয়াশ রোহান অভিনয় করেছেন ভদ্র এক ছেলের চরিত্রে। ধারণা করা যায়, মিমের জন্য দু’জন প্রেমিকের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। এছাড়াও টিজারে জনসম্মুখে ক্ষিপ্ত রাজকে আটকানোর চেষ্টা করছেন মিম। সবশেষে দেখা যায়, রাজকে ধরে নিয়ে যাচ্ছে পুলিশ