Ultimate magazine theme for WordPress.

পুরস্কারের জন্য মনোনীত হওয়ায় ক্ষেপে গেলেন স্বস্তিকা

ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রত্যেক বছরই অ্যাওয়ার্ড শো হয়। এই নিয়ে চতুর্থ বর্ষে পা রাখল ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। সম্প্রতি ঘোষণা করা হলো সিনেমার সমাবর্তনের এবারের নমিনেশনের তালিকা। 

এই তালিকায় সেরা সহ-অভিনেত্রী হিসেবে মনোনীত হয়েছেন স্বস্তিকা, আর তাতেই এই মনোনয়ন তালিকা নিয়ে বেশ চটেছেন অভিনেত্রী। 

সোজাসাপটা ভাষায় জানিয়ে দিয়েছেন যে সিনেমার সমাবর্তনের এই মনোনয়ন তালিকা তিনি মেনে নেননি। 
‘শাহজাহান রিজেন্সি’র ‘ক্যাপ্টেন অফ দ্য শিপ’ সৃজিতের পোস্ট শেয়ার করে প্রত্যাখ্যান করেছেন মনোনয়ন প্রস্তাব।    

কারণ অভিনেত্রীর কথায়, শাহজাহান রিজেন্সিতে তিনি কখনোই সহ-অভিনেত্রী ছিলেন না। অভিনয় করেছিলেন মুখ্যচরিত্রে। স্বস্তিকা বলেন, “আমার যতদুর মনে পড়ছে এই সিনেমায় আমি কাউকে সাপোর্ট করিনি। আমি প্রত্যাখান করলাম এই নমিনেশন এবং অ্যাওয়ার্ডকে। 

রাজনীতি থেকে শিল্প সবকিছু নিয়েই ইদানিং আমাদের দেশে মশকরা চলছে। আমার কথায় এই সংগঠনের খারাপ লাগতে পারে কিংবা আঁতে ঘা লাগতে পারে। অতঃপর আপনারা যদি ভেবে থাকেন আমাকে পুরষ্কৃত করবেন, তাহলে দয়া করে সেই ভাবনা থেকে বিরত থাকুন।”

Leave A Reply

Your email address will not be published.