Ultimate magazine theme for WordPress.

নায়ক নয় ভিলেনের চুমুতে খ্যাতি পান ক্যাট

সম্প্রতি ৩৬-এ পা দিলেন বলিউডের হট ডিভা ক্যাটরিনা কাইফ। ইতিমধ্যেই বলিউডে তিনি নিজেকে প্রমাণ করেছেন, কিভাবে শূন্য থেকে শিখরে উঠতে হয়। একের পর এক হিটও দিয়েছেন ক্যাট। হয়েছেন বলিউডের হাইয়েস্ট পেইড নায়িকা।

তবে শুধুই হিট ছবি নয়, সালমান, রণবীরের সঙ্গে নাম জড়িয়ে বলিউডের গুঞ্জনেও অনবরত যাওয়া আসা ক্যাটরিনার ৷

কিন্তু ক্যাটরিনার বলিউডে এন্ট্রিটা ছিল একেবারেই অন্যরকম। ২০০৩ সালের বুম ছবিতেই একেবারে বোল্ড অবতারে এসেছিলেন ক্যাটরিনা কাইফ। বি গ্রেডের এই সিনেমাউ অনেক নামী তারকারা থাকলেও, বিতর্কিত হতে হয়েছিলো অশ্লীলতার জন্য।

২০০৩ সালে মুক্তি পাওয়া বুম ছবি বক্স অফিসে মুখ থুবরে পড়েছিল। কিন্তু নজর কেড়েছিলেন ক্যাটরিনা কাইফ। তার বোল্ড অবতার চোখে পড়েছিল সবার।

বুম ছবিতে বিকিনি পরে আগুন ছড়িয়েছিল ক্যাটরিনা। শুধু তাই নয়, ছবির খলনায়ক গুলশন গ্রোভারের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যেও অভিনয় করেছিলেন ক্যাট। ক্যাট ও গুলশনের এক চুমুতেই ঝড় উঠেছিল বলিউডে।

Leave A Reply

Your email address will not be published.