Ultimate magazine theme for WordPress.

নাটকেই ক্যারিয়ার করবেন জেসিয়া?

ফিরছেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জেসিয়া ইসলাম। সিনেমা নয়, ধারাবাহিক নাটক দিয়ে। রবিবার নাগরিক টিভিতে প্রচার শুরু হয়েছে ‘গোল্লাছুট’ শিরোনামের একটি ধারাবাহিক নাটক। নাটকটি নির্মাণ করছেন মাতিয়া বানু শুকু।  

নাটকটির চতুর্থ পর্ব থেকে জেসিয়ার দেখা মিলবে। জেসিয়া বলেন, একটা কলোনিতে ঘটে যাওয়া নানা নষ্টালজিক গল্প এই ধারাবাহিকে থাকছে। এটি আমার অভিনীত দ্বিতীয় ধারাবাহিক নাটক। দারুণ একটি গল্প নিয়ে এই নাটকটি নির্মাণ করেছেন নির্মাতা। আমরা অনেক পরিশ্রম করে নাটকটির শুটিং করছি।

এ নাটকে আরো অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, সাফা কবির, ইরফান সাজ্জাদ, মাজনুন মিজান, আশনা হাবীব ভাবনা, দীপান্বিতা, আ.খ.ম হাসান, কচি খন্দকারসহ আরো অনেকে। 

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতার মধ্যদিয়ে আলোচনায় আসেন জেসিয়া ইসলাম। এর আগে এ অভিনেত্রীকে দেখা গেছে ‘ব্যাচেলর ডটকম’ শিরোনামের একটি ধারাবাহিক নাটকে। গেল বছর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় থাকলেও এ গ্ল্যামার কন্যাকে অভিনয়ে তেমন পাওয়া যায়নি। অবশেষে নতুন বছরে ধারাবাহিক নাটক দিয়ে দর্শকের সামনে আসছেন তিনি।

প্রতি রবি, সোম, মঙ্গল এবং বুধবার রাত ৯টায় প্রচার হবে নাটকটি।

Related image

Leave A Reply

Your email address will not be published.