Ultimate magazine theme for WordPress.

দেহরক্ষীর মান সম্মানের তোয়াক্কা করলেন না শাহরুখ!

গোটা ভারত জন্মাষ্টমীর আনন্দে মেতে উঠেছে। বাদ যাননি বলিউড তারকারাও। নিজেদের বাড়িতে জন্মাষ্টমী পালন করলেন প্রত্যেকেই। ‘দধি হান্ডি’ উৎসবে মাতলেন সকল সেলিব্রিটিরা। বাদ পড়েননি শাহরুখও। 

এদিন মান্নাতের বাইরে ‘বাদশা’ খানের ভক্তরা সমবেত হন। অনুরাগীদের কথা রাখতে বাইরে আসেন শাহরুখও। ‘দধি হান্ডি’ ভেঙে অনুরাগীদের সঙ্গে জন্মাষ্টমী পালন করলেন অভিনেতা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিয়োটি। আর এরপরেই জোর সমালোচনা মুখে পড়েন শাহরুখ।

ভিডিওতে দেখা গিয়েছে, অভিনেতা তার দেহরক্ষীর কাঁধে উঠে ‘দধি হান্ডি’ ফাটান এবং তার বডিগার্ডের মুখে সমস্ত দই পড়ে যায়। চারিপাশ থেকে হর্ষধ্বনি আসতে থাকে। কিন্তু অভিনেতার এই কাজকে অনেকেই সমর্থন করতে পারছেন না। 

শাহরুখের বিরুদ্ধে একের পর এক পোস্ট শেয়ার করতে থাকেন নেটিজেনরা। কেউ লিখেছেন, ‘দেহরক্ষীর মান সম্মানের খেয়াল করলেন না আপনি।’ কেউ আবার বলেছেন, ‘ভাবুন তো যার কাঁধে উঠে আপনি ‘দধি হান্ডি’ ফাটালেন তার কেমন লাগল?’

কেউ লিখেছেন, ‘আজকাল বাচ্চারাও এই ধরনের কাজ করে না। আপনি কীভাবে করলেন?’ কেউ আবার বলেন, ‘দেহরক্ষীরা এই জন্মাষ্টমী কোনও দিনও ভুলবে না।’

Leave A Reply

Your email address will not be published.