মোস্তাফিজুর রহমান মানিকের ‘আনন্দ অশ্রু’ সিনেমার বাকি অংশের শুটিং হলো চিত্রনায়ক সাইমন সাদিকের গ্রামের বাড়ি কিশোরগঞ্জে। এ সিনেমায় সাইমনের বিপরীতে অভিনয় করেছেন মাহি।
তাদের শুটিং দেখতে স্থানীয় জনতার ঢল নামে। মাহি বলেন, অনেক মানুষের মধ্য দিয়ে শুটিংয়ে অংশ নিয়েছি। অবশ্য বিষয়টি এনজয়ও করেছি আমরা। কারণ তারাই তো আমাদের সিনেমার দর্শক। কাজটি ভালো হয়েছে।
এ ছবিটির পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক বলেন, শেষ দিনের শুটিংয়ে স্থানীয় লোকেরা সাইমন-মাহিকে দেখতে পান ভিন্ন লুকে। নায়ক-নায়িকা এই শীতের মধ্যে ধানের চারা রোপণ করার দৃশ্যে অংশ নেন। সাইমন শুটিংয়ে অংশ নেন লুঙ্গি কাছা মেরে আর মাথায় লাল গামছা বেঁধে।
এদিকে মাহিকে দেখা গেছে, হলুদ পাড় লাল শাড়িতে। দুটি গানে অংশ নেন তারা।
গান দুটিতে কণ্ঠ দেন কোনাল, কিশোর ও রাফাত। গান দুটির সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা ও শাহরিয়ার রাফাত।
এ সিনেমায় আরো বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আলীরাজ, শহীদুজ্জামান সেলিম, জয় চৌধুরী, সুজাতা, মারুফ আকিব, চিকন আলীসহ অনেকেই। এর গল্প লিখেছেন সুদীপ্ত সাইদ খান। সংলাপ ও চিত্রনাট্য করেছেন যৌথভাবে আসাদ জামান ও মোস্তাফিজুর রহমান মানিক।