টিকটক স্টার রিয়াজ আলিকে কষিয়ে চড় মারলেন নেহা কাক্কার। ভাই টনি কাক্কারের সামনেই রিয়াজ আলিকে থাপ্পড় মারেন নেহা।
ভিডিওতে ভাই টনি কাক্কার এবং রিয়াজ আলির সঙ্গে পার্টি করতে দেখা যায় বলিউডের জনপ্রিয় গায়িকাকে। পার্টির মাঝখানে আচমকাই টিকটক স্টার রিয়াজকে থাপ্পড় মারেন নেহা। যদিও পুরোটাই মজার ছলে।
ভিডিওতে দেখা যাচ্ছে, সম্প্রতি মুক্তি পাওয়া নেহা কাক্কারের মিউজিক ভিডিও গোয়া বিচ-এর তালে নাচতে শুরু করেছেন নেহা কাক্কার, টনি কাক্কার এবং রিয়াজ আলি। সেখানে মজার ছলেই রিয়াজকে থাপ্পড় মেরে ফের নাচতে শুরু করেন বলিউডের জনপ্রিয় গায়িকা।
এদিকে বলিউডের কোনও সিনেমায় অভিনয় করবেন কি না, সম্প্রতি এমনই প্রশ্ন করা হয় নেহা কাক্কারকে। যার উত্তরে নেহা জানান, যদি তাকে দিয়ে কেউ অভিনয় করাতে চান, তাহলে প্রথমে নিশ্চিত করতে হবে সেই সিনেমা বক্স অফিসে ভাল ব্যবসা করতে পারবে কি না। যদি কেউ সেই আশ্বাস দেন, তাহলেই তিনি সেই ছবিতে অভিনয়ের জন্য রাজি হবেন বলেও জানান নেহা।