Ultimate magazine theme for WordPress.

ঘোষণা দিয়েই থমকে গেলো, হচ্ছে না দেবের ‘মিশন সিক্সটিন’

বেশ আয়োজন করেই ঘোষণা দেয়া হয়েছিল বাংলাদেশের ‘মিশন সিক্সটিন’ নামের ছবিতে কাজ করতে যাচ্ছেন কলকাতার নায়ক দেব। গত ২৬ নভেম্বর সন্ধ্যায় ঢাকা ক্লাবে এ ছবির ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বয়ং পশ্চিমবঙ্গের এ নায়ক।

তিনি নিজেই জানিয়েছিলেন, শাপলা মিডিয়ার প্রযোজনায় এবারই প্রথম বাংলাদেশের ছবির কাজ করতে যাচ্ছেন। ছবির নাম ‘মিশন সিক্সটিন’।

এরপর শুরু হয় শুটিং প্রস্তুতি এবং নায়িকা খোঁজা। পরিচালক শামীম আহমেদ রনি এবং প্রযোজক সেলিম খান কয়েক দফায় দেবের সঙ্গে ছবি নিয়ে মিটিং করেন। নির্মাতা রনি থাইল্যান্ডে যান শুটিং লোকেশন দেখতে। এমনকি গণমাধ্যমে খবরও আসে, দেবের ‘মিশন সিক্সটিন’ ছবির নায়িকা বাংলাদেশের জাহারা মিতু!

এসব নিয়ে যখন আলোচনা, তখন হুট করেই বদল হলো সিদ্ধান্ত। প্রযোজক সেলিম খান বলেন, ‘মিশন সিক্সটিন ছবিটি আপাতত হচ্ছে না’।

কেন হচ্ছে না ‘মিশন সিক্সটিন’?-জানতে চাইলে শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান বলেন, ‘মিশন এক্সট্রিম’ নামে দুই পর্বে ছবির শুটিং শেষ হয়েছে জেনেছি। এরমধ্যেই ‘মিশন সিক্সটিন’ করলে মানুষ বিভ্রান্ত হতে পারে। ফলে বড় বাজেটের দুই ছবির ক্ষতি হতে পারে। এজন্য আপাতত ‘মিশন সিক্সটিন’ করছি না। একই সিডিউলে ‘কমান্ডো’ নামে ছবি হচ্ছে।

তিনি বলেন, দেব সম্মতি দিয়েছেন। সঙ্গে তার নায়িকা থাকবে জাহারা মিতু। মার্চের ১০ তারিখ থেকে শুটিং শুরু হবে।

Leave A Reply

Your email address will not be published.