বলিউডের লাস্যময়ী অভিনেত্রী সোনাক্ষী সিনহাকে জনসমক্ষে গ্রেফতার করা হয়েছে! তার গ্রেফতার নিয়ে একটি ভিডিও এরইমধ্যে সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যা নিয়ে বি-টাউনে জোর গুঞ্জন চলছে।
ওই ভিডিওতে দেখা যাচ্ছে, সোনাক্ষী দু’হাত পিছনে নিয়ে হ্যান্ডকাফ পরা অবস্থায় চিৎকার করে বলছেন, ‘এভাবে আমাকে গ্রেফতার করতে পারো না। আমি নির্দোষ। আমি কিছু করিনি। আমি ইনোসেন্ট…।’
ভাইরাল হওয়া ওই ভিডিওতে আরও দেখা যাচ্ছে, রূপালি একটি গাউন পরে আছেন সোনাক্ষী। তবে কেন কী কারণে তাকে প্রকাশ্যে গ্রেফতার করা হলো সেটি এখনও জানা যায়নি।
এ ব্যাপারে ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে, সম্প্রতি সোনাক্ষীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে একটি সংস্থা। হতে পারে সেই অভিযোগের প্রেক্ষিতেই নায়িকাকে হাতকড়া পরানো হয়েছে।