মুজিব বর্ষের প্রথম দিন ১৭ মার্চ মহরত শেষে ১৮ মার্চ থেকে ছবিটির প্রথম লটের শুটিং শুরু করার কথা ছিল।
করোনার পরিস্থিতির বিবেচনায় তা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিডিনিউজ টোয়োন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন চলচ্চিত্রের কাস্টিং ডিরেক্টর বাহাউদ্দিন খেলন।
তিনি বলেন, প্রথম লটের শুটিং হচ্ছে না। সেপ্টেম্বরে ছবিটির দ্বিতীয় লটের শুটিংয়ের পরিকল্পনা ছিল। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে সেপ্টেম্বরের দিকে ছবিটির শুটিং শুরু হতে পারে।
শুটিং যেহেতু এখন শুরু হচ্ছে না সে হিসেবে ১৭ তারিখে এফডিসিতে মহরতও পেছানো হতে পারে বলে ধারণা করছেন খেলন; তবে সে বিষয়ে নিশ্চিত নন বলে জানান তিনি।