মজা করেই ‘মুন্নাভাই এমবিবিএস’ ছবির একটি মিম শেয়ার করেছিলেন অভিনেতা আরশাদ ওয়ার্সি। তাতেই হল বিপত্তি। কারণ ওই মিমটি ছিল করোনাভাইরাসের মতো রোগকে ঠাট্টা করে তৈরি করা। যে করোনাভাইরাস সম্প্রতি চীনে মহামারীর রূপ নিয়েছে।
‘মুন্নাভাই এমবিবিএস’-এর একটি দৃশ্যকে ব্যবহার করে হয়েছে মিমের জন্য। করোনাভাইরাস রোধের সহজ উপায় বলে দেখানো হয়েছে সেই দৃশ্য, যেখানে সার্কিট এক চিনা নাগরিককে অ্যাম্বুলেন্সে তুলে মেরে ফেলার চেষ্টা করে।
আরশাদের এই পোস্ট অনেকে উপভোগ করলেও বেশিরভাগ নেটিজেন অভিনেতাকে কটাক্ষ করেছেন। কেউ কেউ তার পোস্টকে বর্ণবিদ্বেষী বলেছেন। লিখেছেন, ‘অবিলম্বে এই ট্যুইট ডিলিট করুন। আমরা এভাবে বর্ণবিদ্বেষী হতে পারি না। এতে চিনা নাগরিকদের উপর হামলা হওয়ার আশঙ্কা থাকবে। উত্তরপূর্ব ভারতের নাগরিকরাও হামলার শিকার হতে পারেন এমন নির্বোধ মিমের জন্য।’