Ultimate magazine theme for WordPress.

এই ঈদ তো আছেই, আগামী ঈদও নিজের করে নিলেন সালমান

বয়সটা ৫৪ হলেও এখনও পর্যন্ত এনার্জিতে ভরপুর বলিউড ভাইজান সালমান খান। একদিকে ‘বিগ বস সিজন ১৩’ উপস্থাপনা অন্যদিকে ‘রাধে’ সিনেমার শ্যুটিং মাঝে রয়েছে ‘দাবাং ট্যুর’। নিজেকে সবসময় ব্যস্ত রাখতে ভালোবাসেন সালমান খান।

থামার নাম নেই সালমানের, চলতি বছরেই ঈদে প্রভুদেবার পরিচালনায় ‘রাধে’ মুক্তি পাবে। এবার আগামী বছরের প্ল্যানও জানিয়ে দিলেন সালমান। প্রযোজক সাজিদ নাদিওয়ালিয়ার সঙ্গে ফের একবার কাজ করতে চলেছেন সালমান খান।

অভিনেতা নিজেই ঘোষণা করে দিয়েছেন তার আগামী বছরের ঈদের মুক্তি প্রাপ্ত সিনেমার নাম। ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ প্রযোজনার পাশাপাশি সাজিদ এই সিনেমার জন্য গল্পটিও লিখবেন বলে জানা গিয়েছে।

অপরদিকে সালমান অভিনয়ের পাশাপাশি এই সিনেমার প্রযোজনা করবেন বলেও জানা গিয়েছে। আগামী বছর অর্থাৎ ২০২১ ইদে মুক্তি পাবে এই সিনেমা। অনেকেই মনে করছেন এই সিনেমাটি সালমানের ‘কিক’-এর সিক্যুয়াল হতে পারে। যদিও সালমান সেই বিষয়ে কিছুই জানাননি।

Leave A Reply

Your email address will not be published.