Ultimate magazine theme for WordPress.

ঈদে উপস্থাপনায় আসছেন অনন্ত-বর্ষা

ঈদ আয়োজনের বিশেষ অনুষ্ঠানে থাকবেন অনন্ত ও বর্ষা

চিত্রনায়ক অনন্ত জলিল ও চিত্রনায়িকা বর্ষা এবার ঈদে তাদের ভক্ত ও দর্শকদের জন্য একটি বিশেষ টিভি শো’তে হাজির হচ্ছেন। এই অনুষ্ঠানে একই সঙ্গে অতিথি এবং উপস্থাপক হিসেবে উপস্থিত হবেন তারা। প্রেম, সিনেমা, ব্যক্তিগত জীবন আর পরিবারসহ নানা বিষয়ে কথা বলবেন শোবিজের জনপ্রিয় এই তারকা দম্পতি।

ঈদ উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানের প্রথম ধাপে উপস্থাপনার দায়িত্ব নেবেন চিত্রনায়িকা বর্ষা, সেখানে তার অতিথি হিসেবে কথা বলবেন জনপ্রিয় ঢালিউড অভিনেতা ও প্রযোজক অনন্ত জলিল। 

এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বহুল আলোচিত ও দর্শকনন্দিত অভিনেতা অনন্ত জলিল তার ব্যক্তিগত জীবনের অনেক অজানা কথা দর্শকদের সঙ্গে ভাগ করবেন। ছোট বেলার ঈদের স্মৃতি, প্রেম-ভালোবাসা, জীবনে পাওয়া না পাওয়া ইত্যাদি বিষয়ে কথা বলবেন। পাশাপাশি তার আসন্ন সিনেমা ‘দিন: দ্য ডে’ নিয়েও জানাবেন তার ভক্তদের। 

Ananta and Barsha at a TV show

Ananta and Barsha at a TV show

এর পরের ধাপে উপস্থাপনার দায়িত্ব নেবেন অনন্ত জলিল। আর অতিথির আসনে বসে কথা বলবেন বর্ষা। বর্ষাও তার ব্যক্তিগত জীবনের নানান অনুভূতির কথা ভক্তদের সঙ্গে ভাগ করবেন।

আসছে কুরবানি ঈদের প্রথম দিন রাত ৮টায় যমুনা টিভিতে ‘ঈদ স্পেশাল শোবিজ টুনাইট’ অনুষ্ঠানে দেখা মিলবে তাদের। 

Leave A Reply

Your email address will not be published.