প্রভাস আপাতত ব্যস্ত তার আগামী সিনেমা ‘সাহো’ নিয়ে। আগামী ৩০ অগাস্ট মুক্তি পাবে এই সিনেমাটি। আর তার মাঝেই তার ফ্যানেদের কাছে বড় খবর দিতে চলেছেন প্রভাস।
সূত্রের খবর, ‘সাহো’ সিনেমার মুক্তির পড়েই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন প্রভাস। কিছুদিন আগেই তার কাকা কৃষ্ণান রাজু জানিয়েছিলেন খুব শীঘ্রই বিয়ে করবেন প্রভাস। তবে কাকে বিয়ে করবেন সেটা জানাননি তিনি।
কিন্তু ফ্যানেরা হয়ত আন্দাজ করছেন প্রভাস বিয়ে করবেন অনুষ্কাকে? কিন্তু তেমনটা নয়। সূত্রের খবর, প্রভাস তাদের পারিবারিক বন্ধু ও আমেরিকার ব্যবসায়ীর মেয়ের সঙ্গে আগামী সেপ্টম্বর মাসেই বিয়ে করতে চলেছেন।
শুধুমাত্র ‘সাহো’ সিনেমার প্রমোশনের জন্য আটকে রয়েছে প্রভাসের বিয়ে। এর আগে ১৫ অগাস্ট মুক্তি পাওয়ার কথা ছিল এই সিনেমার। কিন্তু অক্ষয় কুমারের ‘মিশন মঙ্গল’ ও জন আব্রাহামের ‘বাটলা হাউস’-এর জন্য পরিচালক সুজিথ ‘সাহো’ সিনেমার মুক্তি পিছিয়ে দেন।
‘সাহো’ সিনেমাতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে প্রভাস, জ্যাকি শ্রফ, শ্রদ্ধা কাপুর, নীল নিতিন মুকেশ, মন্দিরা বেদীকে। তবে প্রভাসের বিয়ের খবর আপাতত টলিউডে বড় খবর এটাই বলাই যায়।