Ultimate magazine theme for WordPress.

অবশেষে নিজের মুখেই বিয়ের খবর জানালেন আনুশকা

বাহুবলী খ্যাত অভিনেতা প্রভাসের সঙ্গে দক্ষিণী অভিনেত্রী আনুশকা শেঠির প্রেমের গুঞ্জন নতুন নয়। তবে তা কখনোই হালে পানি পায়নি। বরাবরই তাদের সম্পর্কে নিছক ‘বন্ধুত্ব’ হিসেবে দাবি করেছেন দুজনই। তবে তাদের রসায়ন নিয়ে খবরের শিরোনামের শেষ নেই।

তবে কদিন আগেই ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানানো হয়- প্রভাস নয়, কোনও এক তারকা ক্রিকেটারের প্রেমে হাবুডুবু খাচ্ছেন আনুশকা। কিন্তু কে সেই ক্রিকেটার, জানা যায়নি তার গোত্র-পরিচয়। তবে একটু ইঙ্গিত পাওয়া যায়- যে ক্রিকেটারকে মন দিয়েছেন নায়িকা সেই ক্রিকেটার এখন আর ভারতের জাতীয় দলে নেই।

এমন খবরে তেলেগু ও কানাড়া মিডিয়ায় বেশ তোলপাড় শুরু হয়। বিনোদন পাড়ায়ও কানাঘুষা চলে।

সম্প্রতি এক অনুষ্ঠানে নিজের বিয়ে নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন আনুশকা। কবে গাঁটছড়া বাঁধছেন? এমন প্রশ্নের জবাবে নায়িকা বলেন, ‘আমি নিজেও জানি না।’

ঠিক এমন সময় পরিচালক পুরি জগন্নাথ এসে হুট করে বলে বসেন, ‘আমি চাই না, নায়িকারা বিয়ে করুক।’

পরিচালকের এমন কথার জন্য মোটেও প্রস্তুত ছিলেন না আনুশকা। এরপর দ্বিধায় পড়ে শুধু এটুকুই বলেন নায়িকা- ‘যখন বিয়ে করবো সবাই জানবেন। লুকবো না।’

Leave A Reply

Your email address will not be published.