শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় রনিল বিক্রমাসিংহেকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। স্থানীয় সময় গতকাল শুক্রবার এ অভিনন্দন বার্তা পাঠান তিনি। বার্তায় তিনি বলেন, শ্রীলঙ্কার জনগণকে সমর্থন ও সহায়তায় আগ্রহী তিনি। খবর চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা শিনহুয়ার।
চীন ও শ্রীলঙ্কা ঐতিহাসিকভাবে বন্ধুপ্রতীম প্রতিবেশী বলে অভিনন্দন বার্তায় উল্লেখ করেন চীনের প্রেসিডেন্ট। সি চিন পিং বলেন, ৬৫ বছর আগে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠান পর থেকেই দুই দেশ সর্বদা একে অপরকে সম্মান, সমতা, পারস্পরিক স্বার্থের ভিত্তিতে দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়ন ত্বরান্বিত করেছে। একই সঙ্গে একটি বড় ও একটি ছোট দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও উভয়ের জন্য উপকারী সহযোগিতার দৃষ্টান্ত স্থাপন করেছে।
সি চিন পিং বলেন, করোনা মহামারির প্রকোপ শুরু হওয়ার পর থেকে চীন ও শ্রীলঙ্কা একে অপরকে সহযোগিতা করেছে। এর মধ্য দিয়ে দুই দেশের ঐতিহ্যগত বন্ধুত্বের সম্পর্ক আরও জোরালো হয়েছে।
সি চিন পিং বলেন, তাঁর বিশ্বাস, প্রেসিডেন্ট বিক্রমাসিংহের নেতৃত্বে শ্রীলঙ্কা তাদের সাময়িক এই সংকট কাটিয়ে উঠবে। একই সঙ্গে অর্থনৈতিক ও সামাজিক পুনরুদ্ধারের পথে এগিয়ে যাবে।
অভিনন্দন বার্তায় সি চিন পিং বলেন, তিনি চীন-শ্রীলঙ্কা সম্পর্কের উন্নয়নে অত্যন্ত গুরুত্ব দেন এবং তাঁর সামর্থের মধ্যে প্রেসিডেন্ট বিক্রমাসিংহে ও শ্রীলঙ্কার জনগণকে সমর্থন ও সহায়তা প্রদান করতে আগ্রহী তিনি।
চীনা প্রেসিডেন্ট সি চিন পিং আরও বলেন, তিনি আশা করেন, উভয় পক্ষ তাদের ঐতিহ্যবাহী বন্ধুত্বকে এগিয়ে নিয়ে যাবে। একই সঙ্গে রাজনৈতিক ও পারস্পরিক বিশ্বাসকে সুসংহত করবে। এ ছাড়া আন্তরিকভাবে পারস্পরিক সহযোগিতা এবং স্থায়ী বন্ধুত্ব ও সমন্বিত কৌশলগত সহযোগিতামূলক অংশীদারত্বকে এগিয়ে নিয়ে যাবে।