বাণিজ্য সহযোগিতা জোরদারে ঢাকা-নমপেন এফটিএ চুক্তি সইয়ে সম্মত

বাণিজ্যিক সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণে মুক্তবাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরে সম্মত হয়েছে বাংলাদেশ ও কম্বোডিয়া।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রী সামদেক আক্কা মোহা সেনা পাদেই টেকো হুন সেন এক দ্বিপক্ষীয় বৈঠকে এই চুক্তি স্বাক্ষরে সম্মত হন।

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনের ফাঁকে গতকাল বৃহস্পতিবার রাতে দুই দেশের প্রধানমন্ত্রী দ্বিপক্ষীয় বৈঠক করেন। উভয় দেশের প্রধানমন্ত্রী সম্মত হওয়ায় ঢাকা-নমপেনের মধ্যে এফটিএ চুক্তি সই হতে যাচ্ছে।

বাণিজ্য সহযোগিতা জোরদারে ঢাকা-নমপেন এফটিএ চুক্তি সইয়ে সম্মত

 

বৈঠকটি সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের ব্রিফিং করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কম্বোডিয়ার সঙ্গে এফটিএ চুক্তির ব্যাপারে তাঁর আগ্রহ ব্যক্ত করেন। কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন এই প্রস্তাবে সম্মত হন।

আব্দুল মোমেন বলেন, বৈঠকে বাংলাদেশ ও কম্বোডিয়ার মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। কম্বোডিয়ার প্রধানমন্ত্রী তাঁর দেশ থেকে বাংলাদেশে চাল রপ্তানির ব্যাপারে একটি চুক্তি স্বাক্ষরে আগ্রহ প্রকাশ করেন। তিনি কম্বোডিয়ায় কৃষি ও স্বাস্থ্য অবকাঠামো উন্নয়ন খাতে বিনিয়োগের জন্য বাংলাদেশকে আমন্ত্রণ জানান।

বাণিজ্য সহযোগিতা জোরদারে ঢাকা-নমপেন এফটিএ চুক্তি সইয়ে সম্মত

পররাষ্ট্রমন্ত্রী বলেন, হুন সেন বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেন যে আসিয়ানের সভাপতি দেশ হিসেবে কম্বোডিয়া রোহিঙ্গা সংকট সমাধানে সার্বিক প্রচেষ্টা অব্যাহত রাখবে।

 

 

অভ্যর্থনার দিনে ফুটবলার আঁখির বাড়িতে কারণ দর্শানোর নোটিশ নিয়ে গেল পুলিশ

আগস্টে ভ্যাট আদায়ে রেকর্ড

Leave A Reply

Your email address will not be published.