Ultimate magazine theme for WordPress.

করোনায় আক্রান্ত দিনাজপুর জেলা জর্জ ও তার সহধর্মিণী

রায়হান কবির দিনাজপুর প্রতিনিধি | ১০ আগষ্ট ২০২০

করোনায় আক্রান্ত দিনাজপুর জেলা জজ ও তার স্ত্রীকে হেলিকাপ্টার যোগে ঢাকায় স্থানান্তর করা হয়েছে ৷ গত ৯ আগষ্ট রবিবার দুপুর ২.৩০ মিনিটে গোর-এ-শহীদ বড় ময়দানে অবস্থানরত বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকাপ্টার যোগে করোনায় আক্রান্ত দিনাজপুর জেলা দায়রা জজ আজিজ আহম্মেদ ভুঁইয়া ও তার স্ত্রীকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়। উল্লেখ্য যে, গত ৪ আগষ্ট থেকে দিনাজপুর জেলা দায়রা জজ ও তার স্ত্রী করোনায় আক্রান্ত হয়।

কিন্তু জেলা জজের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তার উন্নত চিকিৎসার জন্য দ্রুত বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকাপ্টার যোগে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। এ সময় জেলা দায়রা জজ ও ম্যাজিস্ট্রেট কোর্টের বিভিন্ন ম্যাজিস্ট্রেট কর্মকর্তা, পুলিশ কর্মকর্তাসহ অনেকেই উপস্থিত ছিলেন। এছাড়াও করোনায় আক্রান্ত হয়ে হোম কোয়ারেন্টিনে রয়েছেন যুগ্ম জেলা জজ এ,এস,এম তাজকিনুল, দিনাজপুর সিনিয়র চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ ইসমাইল হোসেন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের ম্যাজিস্ট্রেট আয়েজ উদ্দীন সরকার ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান সরকার এবং চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের অফিস সহায়ক আসলাম সানী।

Leave A Reply

Your email address will not be published.