চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার রাঙামাটিয়া বিলে পড়ে ছিল এক নারীর বিচ্ছিন্ন মাথা ও শরীর। আজ মঙ্গলবার সকাল আটটার দিকে বিচ্ছিন্ন লাশটি উদ্ধার করে পুলিশ।
লাশ উদ্ধার হওয়া ওই নারীর নাম মোসা. শ্যামলী ওরফে কাদনি (৪৫)। তিনি একই উপজেলার ঘাইবাড়ি গ্রামের মৃত এন্তাজ আলীর মেয়ে। প্রায় ২০ বছর আগে স্বামীর সঙ্গে আলাদা হয়ে যাওয়ার পর থেকে শ্যামলী বাবার বাড়িতেই থাকতেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাঙামাটিয়া বিলে ঘাস কাটার উদ্দেশ্যে গতকাল সোমবার বেলা ১১টার দিকে বাড়ি থেকে বের হন শ্যামলী। এরপর আর বাড়িতে ফেরেননি। স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁকে পাননি। আজ সকালে বিলে তাঁর মাথা বিচ্ছিন্ন লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পরিবারকে খবর দেন।
ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্যামলীকে জবাই করে হত্যা করা হয়েছে। তাঁর দেহ ও মাথা আলাদা জায়গায় পড়ে ছিল। এ ঘটনায় কারা জড়িত, তা নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
Is beautiful, but bangle was way too small for my wrist, so a had to return