Ultimate magazine theme for WordPress.

দিনাজপুর জেলায় প্রশাসককে ১০ হাজার পিস মাস্ক প্রদান

দিনাজপুর সদর প্রতিনিধি রায়হান কবির | ১২ আগষ্ট ২০২০

করোনাভাইরাস প্রতিরোধে দিনাজপুর জেলা প্রশাসককে জনসাধারণের মাঝে বিতরণের জন্য ১০ হাজার পিস মাস্ক প্রদান করেছে বিরল ল্যান্ড পোর্ট লি. কর্তৃপক্ষ।

আজ বুধবার (১২ আগস্ট) দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের অফিসকক্ষে জেলা প্রশাসক মাহমুদুল আলমের কাছে এই মাস্ক প্রদান করেন বিরল স্থলবন্দর কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক মো. সহিদুর রহমান পাটোয়ারী মোহন ও পরিচালক আজিজুল ইকবাল চৌধুরী।

ব্যক্তি উদ্যোগে এত গুলো মাস্ক সাধারণ মানুষের জন্য প্রদান করায় জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম বলেন, ‘এই সংকটকালীন সময়ে সমাজে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাড়ানোর একটা সুবর্ণ সুযোগ। দুজন ব্যবসায়ী দিনাজপুরের সাধারণ মানুষকে মাস্ক ব্যবহার করার জন্য এগিয়ে এসেছেন। দিনাজপুরে শতভাগ মানুষকে মাস্ক ব্যবহার করতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন কাজ করে যাচ্ছেন। সবার সহযোগিতায় শতভাগ মানুষ মাস্ক ব্যবহার করবে বলেও জেলা প্রশাসক আহবান জানান।’

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু সালেহ মো. মাহফুজুল আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাগফুরুল হাসান আব্বাসী প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.