দিনাজপুরের ঘোড়াঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের ওপর হামলাকে ‘চুরির ঘটনা দেখিয়ে’ করা মামলার ২ আসামিকে ৭ দিনের করে রিমান্ড দিয়েছেন আদালত।
আজ শনিবার বিকেল ৫টার দিকে গ্রেপ্তার দুই আসামি রং মিস্ত্রি নবিরুল ইসলাম ও সান্টু রায় দাসকে জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শিশির কুমার বসুর আদালতে হাজির করা হয়। মামলার নতুন তদন্তকারী কর্মকর্তা ডিবির পরিদর্শক ইমাম জাফর অধিকতর তদন্তের জন্য তাঁদের ১০ দিন করে রিমান্ড আবেদন জানান। আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করে। তবে আসামিপক্ষের কোনো আইনজীবী ছিলেন না।
রিমান্ড মঞ্জুরের পর আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের কাছে ব্রিফ করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ইমাম জাফর। তিনি বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে মামলাটি ডিবি কাছে হস্তান্তর করা হয়েছে। এই মামলায় দুজনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইমাম জাফর বলেন, মামলার প্রধান আসামি আসাদুল ইসলামকে এখনো ডিবির কাছে হস্তান্তর করা হয়নি।