বাংলাদেশ কে চ্যালেঞ্জ জানাচ্ছেন বিশ্বকাপে খেলা কোচ

ভুটানের কোচ কিউং সুক হংকে যে প্রশ্নই করা হয় না কেন, মুখে হাসি আর চোখে বিস্ময় নিয়ে বলেন, ‘ওহ সত্যি? আমি তো জানি না!’

মেয়েদের সাফের গত পাঁচ আসরে প্রতিপক্ষের জালে মাত্র তিনবার গোল দিয়েছে ভুটান। সেই ভুটানই কি না এবার গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ৫-০ গোলে হারিয়েছে। শুধু এই একটা জয় দিয়ে ভুটানের এ দলটির মাহাত্ম্য বোঝানো যাবে না।

এর আগে কখনোই ভুটান প্রতিপক্ষকে এক ম্যাচে ৫ গোল দেয়নি। কখনোই কোনো আন্তর্জাতিক ম্যাচও জেতেনি ভুটান! কখনোই ওঠেনি মেয়েদের সাফের সেমিফাইনালে!

বাংলাদেশকে চ্যালেঞ্জ জানাচ্ছেন বিশ্বকাপে খেলা কোচ

ভুটানের এমন সাফল্যের পেছনের বড় কারিগর তাদের দক্ষিণ কোরিয়ান কোচ কিউং সুক হং। শুধু তা–ই নয়, এবারের আসরের একমাত্র নারী ফুটবল কোচও তিনি। এই তথ্যগুলো জানানোর পর ৩৭ বছর বয়সী হংয়ের হাসিমাখা উত্তর, ‘আমি তো এসবের কিছুই জানতাম না।’

তবে হং জানতেন ভুটানের মেয়েদের শেখার সামর্থ্য আর আগ্রহ আছে। আছে জয় নিয়ে মাঠ ছাড়ার তীব্র আকাঙ্ক্ষা। তাই তো বলছিলেন, ‘আমি শুধু জানি, মেয়েরা কঠোর পরিশ্রম করেছে। আমার পরিকল্পনামতো মাঠে খেলেছে। বলতে পারেন, এই সাফল্য সেই পরিশ্রমেরই ফল।’

নেপাল আর্মি হেডকোয়ার্টার মাঠে গতকাল ভুটানের অনুশীলনের আগে কথা হয় হংয়ের সঙ্গে। ভাঙা ভাঙা ইংরেজি আর কোরিয়ান উত্তর দিলেন। কোরিয়ান ভাষার উত্তরগুলো অনুবাদ করে দিতে হংয়ের দোভাষী হয়ে এগিয়ে এলেন ভুটান দলের মিডিয়া ম্যানেজার চেকি ওয়াংমো।

বাংলাদেশকে চ্যালেঞ্জ জানাচ্ছেন বিশ্বকাপে খেলা কোচ

আন্তর্জাতিক ফুটবলে ভুটানের মেয়েদের পথচলা ১২ বছরের। এই এক যুগে ভুটানের ষষ্ঠ হাই প্রোফাইল কোচ হং। দক্ষিণ কোরিয়া জাতীয় দলের সাবেক ডিফেন্ডার খেলেছেন ২০০৩ যুক্তরাষ্ট্র বিশ্বকাপে। চারবার এশিয়ান কাপ ও তিনবার এশিয়ান গেমসে খেলেছেন হং।

খেলোয়াড়ি জীবনের প্রসঙ্গ তুলতেই বলেন, ‘গুয়াংজু এশিয়ান গেমসে ব্রোঞ্জ জিতেছি। আমার ক্যারিয়ারে ওটাই ছিল সবচেয়ে বড় সাফল্য। ১৩ বছর ফুটবল খেলেছি। এরপর কোচিং শুরু করি ২০১৩ সালে। সেবার গুয়াংজুতে চীনকে ২-০ গোলে হারিয়েছিলাম আমরা।’

বিশ্বকাপে হংয়ের জন্য দুঃস্মৃতিই অপেক্ষা করছিল।অলিম্পিকে সোনাজয়ী নরওয়ের কাছে ৭-১ গোলে হেরেছিল কোরিয়া। সেই অভিজ্ঞতার কথা বলছিলেন হং, ‘সেবারই আমরা প্রথম বিশ্বকাপে খেলি। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আমি বদলি নেমেছিলাম। ওই ম্যাচের অভিজ্ঞতা ভুলে যেতে চাই। সেদিন আমরা রীতিমতো বিধ্বস্ত হয়ে গিয়েছিলাম।’

নরওয়ের বিপক্ষে খেলতে নামার আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয় কোরিয়ার। আগের দুই ম্যাচে কোরিয়া হেরেছিল ফ্রান্স ও ব্রাজিলের কাছে। বিশ্বকাপে খেলা সেই অভিজ্ঞতা নিশ্চয়ই কোচিং ক্যারিয়ারে কাজে লাগছে? হংয়ের উত্তর, ‘বিশ্বকাপে একটা ম্যাচ খেলতে পারাও বড় অভিজ্ঞতা।’

কোরিয়ার হয়ে সব মিলিয়ে ৪৬টি ম্যাচে খেলেছেন হং। দুবার কোরিয়ান মেয়েদের ফুটবল লিগে চ্যাম্পিয়ন হয়েছেন। তিনবার হয়েছেন রানার্সআপ। তিনবার জেতেন সেরা ফুটবলারের পুরস্কার। কোরিয়া থেকে যেভাবে ভুটানের কোচিংয়ে এলেন, সেই গল্পটাও বললেন হং, ‘এখানে আসার আগে কোরিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে কোচিং করিয়েছি। ওই সময় ভুটান নিয়ে আগ্রহ তৈরি হয়। গত বছর জুনে ভুটানের সঙ্গে কাজ করার সুযোগ পাই।’

মাঠে নামা মানেই ভুটানের জালে প্রতিপক্ষের গোল আর গোল। কিন্তু সেই ভুটানকেই যেন পরশ পাথরের ছোঁয়ায় বদলে দিয়েছেন হং। এই সাফল্যের পেছনের রহস্যাটা বললেন তিনি, ‘এই মেয়েদের শেখার আগ্রহটা বেশি। ওরা অনেক পরিশ্রম করে। এ জন্যই এমন সাফল্য আসছে। তবে শুরুতে আমার বেশ কষ্ট হয়েছে। কারণ, ফুটবলের বেসিকটা দিয়েই ট্রেনিং শুরু করি ওদের।’

কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে আগামীকাল সেমিফাইনালে বাংলাদেশের মুখোমুখি হবে ভুটান। এখন পর্যন্ত টানা তিন ম্যাচ জিতে দারুণ ফর্মে বাংলাদেশ। মালদ্বীপকে হারিয়েছে ৩-০ গোলে। এরপর পাকিস্তানকে উড়িয়ে দেয় ৬-০ ব্যবধানে। গ্রুপের শেষ ম্যাচে টুর্নামেন্টের পাঁচবারের চ্যাম্পিয়ন ভারতকে হারিয়েছে ৩-০ গোলে।

বাংলাদেশকে চ্যালেঞ্জ জানিয়ে রাখলেন ভুটানের কোচ হং, ‘আমরা জানি বাংলাদেশ এবারের আসরে কেমন খেলছে। ওদের প্রতিটি ম্যাচই আমরা দেখেছি। টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল বাংলাদেশ। তবে আমরাও তাদের সঙ্গে খেলতে প্রস্তুত।’

 

বাংলাদেশ

আগামী বছর এসএসসি পরীক্ষা এগিয়ে আনা হবে

পাকিস্তানের সাবেক আম্পায়ার আসাদ রউফ মারা গেছেন

Leave A Reply

Your email address will not be published.