খুলিতের বর্ণবাদের অভিযোগ ‘ফালতু’

কৃষ্ণাঙ্গ কোচদের দমিয়ে রাখা হয়—নেদারল্যান্ডসের ফুটবল ঘিরে সম্প্রতি এমন বর্ণবাদী আচরণের অভিযোগ তোলেন রুড খুলিত। দেশটির কিংবদন্তি ফুটবলারের অভিযোগ ‘ফালতু’ বলে উড়িয়ে দিয়েছেন নেদারল্যান্ডস জাতীয় ফুটবল দলের বর্তমান কোচ লুই ফন গাল।

ডাচ দলে ফন গালের সহকারী কোচের দায়িত্ব পেয়েছেন এসি মিলানের সাবেক তারকা এডগার ডেভিডস। নিয়োগটি কেমন হলো‘হেলডেন’ সাময়িকীর সঙ্গে সাক্ষাৎকারে এমন একটি প্রশ্নের উত্তরে কিছু ক্ষোভের কথা বলেন এসি মিলান ও চেলসির সাবেক তারকা খুলিত
নেদারল্যান্ডস দলের হয়ে খুলিত সর্বশেষ খেলেছেন ১৯৯৪ সালে। সে বছরই ডাচ দলে অভিষেক হয়েছে ডেভিডসের। দুজনে একসঙ্গে খুব বেশি ম্যাচ খেলনেনি কমলা জার্সিতে। তবে সাবেক সতীর্থ ডেভিডসকে নেদারল্যান্ডস দলের সহকারী কোচ করায় খুশিই হয়েছেন খুলিত। সেই খুশির কথা জানানোর সঙ্গে একটি শঙ্কার বিষয়ও বলেন খুলিত—ডেভিডসকে কাজ করতে দেওয়া হবে তো!

বর্ণবাদের

কেন এমন প্রশ্ন তুলেছে, সেই ব্যাখ্যাও দিয়েছেন ডাচ কিংবদন্তি, ‘প্যাট্রিক ক্লুইভার্টকে ডাচ জাতীয় দলে কী কাজ করতে দেওয়া হয়েছে? সে কি অনুশীলন করাতে পেরেছে?’ এরপর খুলিত আরেক কৃষ্ণাঙ্গ কোচ হান্স ফ্রেজারের প্রসঙ্গও তুলেছেন। তাঁর অভিযোগ, ফ্রেজারকেও ঠিকভাবে কাজ করতে দেওয়া হয়নি।

নেশনস লিগে আজ নিজেদের মাঠে নেদারল্যান্ডস মুখোমুখি হবে পোল্যান্ড। এ ম্যাচের আগের সংবাদ সম্মেলনে কাল খুলিতের অভিযোগের জবাব দেন ফন গাল। ডাচদের এই কোচ বলেছেন, ‘আমি অবাক হচ্ছি, সে তার আমস্টারডাম বা ইতালির বাড়ি থেকেও দেখতে পায়, একজন কোচ অনুশীলন করাচ্ছে বা করাচ্ছে না।’

ফন গাল এরপর খুলিতের বর্ণবাদের অভিযোগ নিয়ে সরাসরি জবাব দেন এভাবে, ‘এটা ফালতু কথা ছাড়া আর কিছু নয়।

বর্ণবাদের

 

আমার সহকারী এডগার ডেভিডস এ সপ্তাহে তথাকথিত ইতালিয়ান ড্রাই ট্রেনিং করিয়েছে। আমি আমার খেলোয়াড়দের শারীরিক চাপ দিতে চাইনি। ডেভিডস লম্বা সময় ধরে সিরি “অ”তে খেলেছে। তারা সেখানে শারীরিক এসব ট্রেনিং করে। ডেভিডস এটা আমার চেয়ে ভালো পারে।’

ফন গাল তাঁর কথা শেষ করেছেন এই বলে, ‘যে কেউই বাড়িতে বসে যা খুশি তাই বলতে পারে।

 

বর্ণবাদের বর্ণবাদের 

গরিব ছিলাম, গরিব হওয়ার কষ্ট বুঝি

বাসচাপায় পুলিশ সদস্যের মৃত্যু, বাসচালক ও মালিক গ্রেপ্তার

Leave A Reply

Your email address will not be published.