পোরশায় জাতীয় সমবায় দিবস পালন

পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ

“বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন, প্রতিপাদ্যের আলোকে নওগাঁর পোরশায় ৫১ তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে শনিবার বর্ণাঢ্য সমবায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও সমবায় দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. জাকির হোসেন। উপসহকারি কৃষি কর্মকর্তা আব্দুল হাইয়ের উপস্থাপনায় এতে স্বাগত বক্তব্য রাখেন সমবায় কর্মকর্তা রফিকুল ইসলাম। এসময় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম, কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার, শিক্ষা কর্মকর্তা মাযহারুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দোস্তদার হোসেন, জনস্বাস্থ্য কর্মকর্তা মিলন কুমার, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল খালেক সহ কর্মকর্তাবৃন্দ ও সমবায় সদস্যগণ উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.