পুরোপুরি খুলল নিউজিল্যান্ডের সীমান্ত

করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারির কারণে ২০২০ সালের মার্চে বন্ধ করে দেওয়ার পর প্রথমবারের মতো সীমান্ত পুরোপুরি খুলে দিয়েছে নিউজিল্যান্ড।

 

খবর বিবিসির।

ফলে এখন থেকে ভিসা আছে এমন ভ্রমণকারী ও শিক্ষার্থীদের পুনরায় দেশটিতে প্রবেশের অনুমতি দেবে অভিবাসন কর্তৃপক্ষ।

প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন এই সিদ্ধান্তকে ‘বিশাল মুহূর্ত’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, এটি ‘সতর্ক প্রক্রিয়ার’ অংশ।

অধিকাংশ পর্যটককে এখনো টিকার পূর্ণ ডোজ নেওয়ার প্রয়োজন হবে। তবে কোয়ারেন্টিনে থাকার দরকার পড়বে না।

নিউজিল্যান্ডের সামুদ্রিক সীমানাও পুনরায় খুলে দেওয়া হয়েছে। এ কারণে প্রমোদতরি ও বিদেশি ইয়টগুলোও এখন বন্দরে নোঙর করতে পারবে।

পুরোপুরি খুলল নিউজিল্যান্ডের সীমান্ত

 

ধাপে ধাপে সীমান্ত খুলে দেওয়ার পরিকল্পনার প্রথম ঘোষণাটি আসে ফেব্রুয়ারিতে। এই ঘোষণার অংশ হিসেবে টিকা নেওয়া নাগরিকদের ওই মাসে অস্ট্রেলিয়া থেকে ফেরার সুযোগ দেওয়া হয়। যাঁরা অন্য কোনো দেশ থেকে আসতে চেয়েছিলেন, তাঁদের মার্চে ফেরার সুযোগ দেওয়া হয়।

পুরোপুরি খুলল নিউজিল্যান্ডের সীমান্ত

 

ভিসামুক্ত ভ্রমণ তালিকায় থাকা ৫০টি দেশের পর্যটকদের মে মাসে দেশটিতে স্বাগত জানাতে শুরু করে নিউজিল্যান্ড।

আজ সোমবার অকল্যান্ডে ‘চায়না বিজনেস সামিট’-এ জাসিন্ডা আরডার্ন বলেন, ‘আমাদের জনগণকে নিরাপদ রাখার পাশাপাশি বাকি বিশ্বের সঙ্গে আমরা একটি খুবই সক্রিয় বৈশ্বিক মহামারি মোকাবিলা করে চলেছি। কিন্তু মানুষকে নিরাপদ রাখার মধ্যে তাদের আয় এবং কল্যাণের বিষয়টিও পড়ে।’

 

 

পুরোপুরি

মাঙ্কিপক্সে ভারতে প্রথম মৃত্যু

ইংরেজি নিয়ে কঠোর অবস্থানে এই মুসলিম দেশ

Leave A Reply

Your email address will not be published.