পুতিনের কট্টর সমালোচক নাভালনির আরও ৯ বছর কারাদণ্ড

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক বিরোধীদলীয় নেতা অ্যালেক্সি নাভালনির নতুন করে আরও ৯ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। খবর বিবিসির।

 

 

স্থানীয় সময় মঙ্গলবার ২২ মার্চ অর্থ আত্মসাৎ এবং আদালত অবমাননার অভিযোগে এ রায় দেন। রায় ঘোষণার পরপরই নাভালনির দুই আইনজীবীকেও গ্রেফতার করে পুলিশ। যদিও কয়েকঘণ্টা পর তাদের ছেড়ে দেওয়া হয়।

 

 

এদিকে নাভালনির অফিসিয়াল টুইটার একাউন্ট থেকে রায়ের তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। পাশাপশি তার সমর্থকদের পুতিন সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামার আহ্বান জানানো হয়।

 

 

এর আগে ২০২০ সালে সার্বিয়ায় নাভালনিকে বিষাক্ত রাসায়নিক প্রয়োগে হত্যার চেষ্টা করা হয়। গুরুতর অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য তাকে জার্মানি নেওয়া হয়। সেখানে দীর্ঘ চিকিৎসা শেষে গেল বছর নাভালনি দেশে ফিরলে বিমানবন্দরেই গ্রেফতার হন। তাকে গ্রেফতারের প্রতিবাদে সেসময় আন্দোলন করেন নাভালনির সমর্থকরা।

 

 

বর্তমানে তিনি মস্কোর একটি কারাগারে বন্দী আছেন। প্যারোলে মুক্তির শর্ত লঙ্ঘনের অভিযোগে আড়াই বছরের সাজা ভোগ করছেন নাভালনি।

 

 

চীনা বিধ্বস্ত বিমানের ব্ল্যাকবক্সের সন্ধান

 

গুরুত্বপূর্ণ শহরের নিয়ন্ত্রণ নিল ইউক্রেনের সেনারা

Leave A Reply

Your email address will not be published.