অল্পের জন্য পারমাণবিক বিপর্যয় থেকে রক্ষা পেল বিশ্ব: জেলেনস্কি

অল্পের জন্য বিশ্ব পারমাণবিক বিপর্যয় থেকে রক্ষা পেয়েছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

তিনি বলেন, ইউক্রেনের বিদ্যুৎ গ্রিড থেকে রুশ নিয়ন্ত্রিত জাপোরিঝঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে তেজস্ক্রিয়তা বিপর্যয় নিয়ে ইউরোপজুড়ে শঙ্কা দেখা দেয়। খবর বিবিসির।
জেলেনস্কি বলেন, শুধু আলাদা বিদ্যুৎ–ব্যবস্থা সচল থাকার কারণে জাপোরিঝঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নিরাপদে কাজ চালিয়ে যেতে পেরেছে।

গত বুধবার তোলা স্যাটেলাইট চিত্রগুলোতে দেখা গেছে, জাপোরিঝঝিয়া পারমাণবিক স্থাপনাটির আশপাশে বড় একটি এলাকাজুড়ে আগুন জ্বলছে। অগ্নিকাণ্ডের কারণে বৈদ্যুতিক সংযোগ ক্ষতিগ্রস্ত হয়েছিল। এতে বিদ্যুৎকেন্দ্রের সঙ্গে জাপোরিঝঝিয়ায় সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

অল্পের জন্য পারমাণবিক বিপর্যয় থেকে রক্ষা পেল বিশ্ব: জেলেনস্কি

জাপোরিঝঝিয়া ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। স্থাপনাটির আশপাশে ইউক্রেন ও রুশ বাহিনীর পাল্টাপাল্টি হামলার কারণে এর নিরাপত্তা নিয়ে ক্রমশই উদ্বেগ বাড়ছে।

গতকাল বৃহস্পতিবার রাত্রিকালীন ভাষণে জেলেনস্কি বলেন, ‘যদি ডিজেলচালিত জেনারেটর চালু করা না হতো; বিদ্যুৎ চলে যাওয়ার পর যদি স্বয়ংক্রিয় ব্যবস্থা সচল ও সেখানে কর্মরত আমাদের কর্মীরা ব্যবস্থা গ্রহণ না করত, তাহলে আমাদের ইতিমধ্যেই তেজস্ক্রিয়তা বিপর্যয়ের পরিণতি সামাল দিতে হতো।’

ইউক্রেনের রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা জানিয়েছে, অগ্নিকাণ্ডের কারণে এই ক্ষয়ক্ষতি হয়। ইতিহাসে প্রথমবারের মতো বিদ্যুকেন্দ্রের গ্রিডের সঙ্গে কিছু সময়ের জন্য জাপোরিঝঝিয়া বিদ্যুৎকেন্দ্রের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

আন্তর্জাতিক আণবিক শক্তি কমিশন (আইএইএ) সতর্ক করে বলেছে, পারমাণবিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য গ্রিড থেকে একটি নিরাপদ ‘অফসাইট’ বিদ্যুৎ সরবরাহ থাকা অপরিহার্য।

এই ক্ষয়ক্ষতির জন্য রাশিয়ার গোলাবর্ষণকে দায়ী করেছেন জেলেনস্কি। ইউক্রেন ও ইউরোপকে পারমাণবিক বিপর্যয়ের ‘শেষ ধাপে’ নিয়ে গেছেন বলেও মস্কোর বিরুদ্ধে অভিযোগ করেছেন তিনি।

অল্পের জন্য পারমাণবিক বিপর্যয় থেকে রক্ষা পেল বিশ্ব: জেলেনস্কি

তবে রাশিয়ার নিয়োগ দেওয়া স্থানীয় গভর্নর ইয়েভজেনি বালিতস্কি হামলার জন্য ইউক্রেনের সামরিক বাহিনীকে দায়ী করেছেন। তাদের বিরুদ্ধে ওই অঞ্চলকে বিদ্যুৎ বিচ্ছিন্ন রাখার অভিযোগ করেছেন তিনি।

গতকাল জাপোরিঝঝিয়া পারমাণবিক কেন্দ্র মূল বিদ্যুৎ সরবরাহ লাইন থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেও আশপাশের তেজস্ক্রিয়তার মাত্রা স্বাভাবিক ছিল বলে স্থানীয় কর্মকর্তারা জানান। দিনের শেষ দিকে পুনরায় সংযোগ স্থাপন করা গেলেও ছয়টি পারমাণবিক চুল্লি পাওয়ার গ্রিড থেকে বিচ্ছিন্ন ছিল।

অল্পের জন্য পারমাণবিক বিপর্যয় থেকে রক্ষা পেল বিশ্ব: জেলেনস্কি

সাধারণত ইউক্রেনের মোট বিদ্যুৎ চাহিদার পাঁচ ভাগের এক ভাগ আসে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে। অব্যাহতভাবে জাপোরিঝঝিয়া কেন্দ্রটি গ্রিড থেকে বিচ্ছিন্ন থাকলে তা ইউক্রেনের জন্য মারাত্মক চ্যালেঞ্জ হয়ে দেখা দেবে।

গত মার্চে জাপোরিঝঝিয়া পারমাণবিক কেন্দ্রটির নিয়ন্ত্রণ নেয় রাশিয়া। তবে রাশিয়ার অধীনে সেটি চালু রেখেছেন ইউক্রেনীয় কর্মীরা। সাম্প্রতিক সপ্তাহগুলোতে পারমাণবিক কেন্দ্রটির আশপাশে ভারী গোলাবর্ষণের ঘটনা ঘটেছে। সেখানে কর্মরত এক ইউক্রেনীয় কর্মী স্থাপনাটিতে সম্ভাব্য পারমাণবিক বিপর্যয়ের বিষয়ে কয়েক দিন আগে সতর্ক করেছেন।

 

 

 

ভারতে ছড়িয়ে পড়ছে ‘টমেটো ফ্লু’

সিরিয়ায় মার্কিন হামলা ‘সন্ত্রাসী’ পদক্ষেপ: ইরান

 

Leave A Reply

Your email address will not be published.