পদ্মা সেতুর উদ্বোধনস্থলে শেষ মুহূর্তের কিছু প্রস্তুতির কাজ চলছে।
এর মধ্যে সেতুতে অল্প কিছু স্থানে অ্যালুমিনিয়াম রেলিং বসানো এবং সেতুর বাইরে মঞ্চ ও প্যান্ডেল তৈরির কাজ চলছে। অন্যদিকে সেতু কর্তৃপক্ষ এখন অতিথিদের আমন্ত্রণ জানানোর কাজে ব্যস্ত সময় পার করছে।
সেতু বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, উদ্বোধনী অনুষ্ঠান ও সুধী সমাবেশের জন্য সাড়ে তিন হাজার আমন্ত্রণপত্র তৈরি করা হয়েছে। গত বৃহস্পতিবার থেকে আমন্ত্রণপত্র বার্তাবাহকের মাধ্যমে পৌঁছে দেওয়া শুরু হয়েছে। এর মধ্যে সংসদ সদস্য এবং প্রধানমন্ত্রীর কার্যালয়সহ বিভিন্ন সরকারি দপ্তরে আমন্ত্রণপত্র দেওয়া হয়েছে।
সেতু বিভাগ সূত্র জানায়, প্রত্যেক ব্যক্তির বাসায় বা অফিসে গিয়ে হয়তো আমন্ত্রণ দেওয়া সম্ভব নয়। এ জন্য একসঙ্গে অনেকের আমন্ত্রণ কার্ড পাঠানো হচ্ছে। যেমন—সংসদ সদস্যদের প্রত্যেকের জন্য কার্ড দেওয়া হয়েছে, তবে হাতে হাতে নয়। সবার কার্ড সংসদ সচিবালয়ে দেওয়া হয়েছে। সংসদ সদস্যদের হাতে পৌঁছে দেওয়ার দায়িত্ব সংসদ সচিবালয়ের। একইভাবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সবার কার্ড মুখ্য সচিবের দপ্তরে পাঠিয়ে দেওয়া হয়েছে। রাজনৈতিক দলগুলোর কার্ড হয়তো দলীয় প্রধান কিংবা দলের কার্যালয়ে পৌঁছে দেওয়া হবে। বিদেশি অতিথি ও কূটনীতিকদের আমন্ত্রণ জানানোর কাজটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওপর ন্যস্ত করা হয়েছে।