নির্যাতনের প্রতিবাদ করায় স্ত্রীর বড় ভাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ছোট বোনকে নির্যাতন করার প্রতিবাদ করায় হাশেম মোল্লা (৫০) নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

ঘটনার পর থেকে অভিযুক্ত ভগ্নিপতি আল আমিন পলাতক রয়েছে।

গতকাল মঙ্গলবার দিনগত রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাশেম মোল্লার মৃত্যু হয়।

এর আগে রাতে সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের চর কাশিপুর এলাকায় তিনি ছুরিকাহত হন।

নিহত হাশেম মোল্লা নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের চর কাশিপুর এলাকার প্রয়াত নূর হোসেনের ছেলে। অভিযুক্ত আল আমিন ওই এলাকার জলিল মিয়ার ছেলে।

 

নির্যাতনের প্রতিবাদ করায়

 

নিহত ব্যক্তির স্বজনদের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোস্তফা কামাল জানান, ১৫ বছর আগে পুষ্পা আক্তারের সঙ্গে একই এলাকার আল আমিনের বিয়ে হয়। তাঁদের সংসারে তিনটি ছেলেসন্তান রয়েছে। বিয়ের পর থেকে প্রায় সময় পুষ্পা আক্তারকে নির্যাতন করতেন আল আমিন। এ নিয়ে একাধিকবার বিচার সালিসও হয়েছে। গত কয়েক দিন আগেও তাঁদের নিয়ে সালিস হয়েছে।

এসআই মোস্তফা কামাল বলেন, এরপরও গতকাল রাতে আল আমিন তাঁর স্ত্রীকে মারধর করলে বড় ভাই হাশেম মোল্লা প্রতিবাদ করেন। এতে আলামিন ক্ষিপ্ত হয়ে হাশেম মোল্লার বুকে ছুরিকাঘাত করে তাকে গুরুতর আহত করেন। আশপাশের লোকজন গুরুতর অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল দিনগত রাত দেড়টার দিকে তাঁর মৃত্যু হয়।

 

নির্যাতনের প্রতিবাদ করায়

 

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিজাউল হক বলেন, পারিবারিক বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় নিহত হাশেম মোল্লার ভাই বাদী হয়ে হত্যা মামলা করেছেন। অভিযুক্ত আল আমিনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

 

প্রতিবাদ

মায়ের সামনে থেকে কিশোরীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, দুই তরুণ গ্রেপ্তার

প্যারাগুয়েকে হারিয়ে আবারও কোপার ফাইনালে ব্রাজিল

 

Leave A Reply

Your email address will not be published.