সিনেমায় দু-একটি গান থাকলে নিজের কাছে ভালোই লাগে: সালমা

মাসে ১৫ থেকে ২০টি অডিও গানে কণ্ঠ দেন সংগীতশিল্পী সালমা। এ তথ্য তিনি নিজে দিয়েছেন। তবে সিনেমার গানে খুব একটা দেখা যায় না তাঁকে। অনেক দিন পর ‘ময়না’ নামে একটি ছবির গানে কণ্ঠ দিলেন এই ক্লোজআপ তারকা।

 

সালমা

ফোক ঘরানার গানটির শিরোনাম ‘কার সাথে হবে জোড়া গো’ লেখা ও সুর এফ এ প্রীতম। সম্প্রতি রাজধানীর একটি স্টুডিওতে রেকর্ড করা হয় গানটির।
এ ব্যাপারে সালমা বলেন, ‘বেশ আগে চলচ্চিত্র পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু স্যারের একটি সিনেমায় গান করেছি। মাঝে আর সিনেমার গান করা হয়নি। অনেক দিন পর আজ “ময়না” নামের এই সিনেমার একটি গান করলাম। ফোক ঘরানার সুন্দর একটি গান এটি। কথাগুলোর সঙ্গে সুরটা বেশ মানিয়েছে। আরাম করে গেয়েছি।’

 

 নিজে

সালমা জানান, এখন তো বড় বড় অডিও প্রতিষ্ঠান প্রচুর নাটকও তৈরি করছে। অডিও গানের পাশাপাশি নাটকের গানও তৈরি করছেন তারা। ফলে সারা বছর ধরে এসব প্রতিষ্ঠানের নাটকের গান, অডিও গানই বেশি করা হয়। সিনেমার গান কম করা হয়।
সালমা বলেন, ‘ভালো সিনেমায় গান করতে পারলে ভালো লাগে। এর আগে আমাদের বড়দের কণ্ঠে সিনেমার অনেক গান জনপ্রিয় হয়েছে। তাঁদের কণ্ঠে সিনেমার অনেক গান আজীবন বেঁচে থাকবে। এখন তো সিনেমা কম হয়। এমন অবস্থার মধ্যেও সিনেমায় দু-একটি গান থাকলে নিজের কাছে ভালোই লাগে।’

 

 নিজের

এদিকে সালমা জানালেন, ২০২৩ সালের শুরু থেকে বাউলগান নিয়ে ধারাবাহিক অনুষ্ঠান করার ইচ্ছা আছে তাঁর। বলেন, ‘আমি তো ফোক গান নিয়ে কাজ করি। এবার বাউলগান নিয়ে ১০–১২ মিনিট করে ধারাবাহিক অনুষ্ঠান করার ইচ্ছা আছে। যেখানে গানের সুর, গানের কথার সৃষ্টির বিষয়বস্তু থাকবে, বাউলগানের সংরক্ষণসহ নানা কথা হবে। ফাঁকে ফাঁকে গানের অংশবিশেষও গাইব আমি। অনুষ্ঠানে বাউলগান সম্পর্কে জানাশোনা একজন করে অতিথি থাকবেন।

 

জায়েদ খানের কাছে কে পিস্তল দিল, প্রশ্ন কাজী হায়াতের

বিয়ের পরও নিজেকে ব্যাচেলর মনে হচ্ছে,

Leave A Reply

Your email address will not be published.