দেড় কোটি টাকার স্বর্ণের বার ফেলে পালালেন পাচারকারী

মিয়ানমার থেকে বাণিজ্যিক পণ্য নিয়ে আসে একটি ট্রলার। সেই ট্রলার কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে নোঙর করে। এরপর সেখান থেকে হলুদ রঙের একটি বস্তাসহ প্যারাবন দিয়ে হেঁটে যাচ্ছিলেন এক ব্যক্তি।

ওই ব্যক্তিকে কোস্টগার্ড সদস্যরা থামার জন্য সংকেত দিলে তিনি বস্তাটি ফেলে পাহাড়ের দিকে পালিয়ে যান। পরে ওই বস্তার ভেতর থেকে ২০ কেজি গুড় ও ২ হাজার ১৫৯ দশমিক ৪৩ গ্রাম ওজনের ১৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১ কোটি ৫২ লাখ ৪৫ হাজার টাকা।

গতকাল শনিবার দিবাগত রাত দুইটার দিকে টেকনাফ সদর ইউনিয়নের বরইতলী এলাকা থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়েছে। আজ রোববার দুপুর ১২টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ কোস্টগার্ড গোয়েন্দা পরিদপ্তর শাখার মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ।

দেড় কোটি টাকার স্বর্ণের বার ফেলে পালালেন পাচারকারী

তিনি বলেন, শনিবার রাতে কোস্টগার্ড টেকনাফ স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. আশিক আহমেদের নেতৃত্বে টেকনাফ সদরে বরইতলী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ওই সময় ওই ব্যক্তিকে বরইতলী প্যারাবনের ভেতরে ঢুকতে দেখা যায়। তাঁর গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ডের সদস্যরা তাঁকে থামার সংকেত দেন। ওই ব্যক্তি তাঁর মাথায় থাকা বস্তাটি ফেলে দিয়ে বরইতলী পাহাড়ের মধ্যে দ্রুত পালিয়ে যান।

দেড় কোটি টাকার স্বর্ণের বার ফেলে পালালেন পাচারকারী

এ প্রসঙ্গে জানতে চাইলে টেকনাফ স্থলবন্দরের পরিচালনাকারী প্রতিষ্ঠান ইউনাইটেড ল্যান্ডপোর্ট লিমিটেড টেকনাফের মহাব্যবস্থাপক (হিসাব) জসিম উদ্দিন চৌধুরী বলেন, বন্দর এলাকার ভেতর থেকে কোনো স্বর্ণের বার উদ্ধারের তথ্য তাঁর জানা নেই।

খন্দকার মুনিফ আরও বলেন, আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা সোনার বারগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

 

কোটি কোটি 

ঢাকা দক্ষিণের সাধারণ সম্পাদককে শোকজ

কয়রায় ঝলসে দেওয়া হলো নারীর মুখ ও শরীর

Leave A Reply

Your email address will not be published.