দুবাই–চট্টগ্রাম পথে জাহাজ নামাচ্ছে সাইফ পাওয়ারটেক

ইউরোপের পর এবার সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে চট্টগ্রাম সমুদ্রপথে চালু হচ্ছে সরাসরি কনটেইনার জাহাজ পরিবহনসেবা।

পুঁজিবাজারে তালিকাভুক্ত সাইফ পাওয়ারটেক লিমিটেড এই সেবা চালু করবে। এতে পণ্য পরিবহনে সময় ও ব্যয় সাশ্রয় হবে দেশীয় আমদানি-রপ্তানিকারকদের। আগামী ডিসেম্বরে তিনটি কনটেইনার জাহাজ দিয়ে এই সেবা শুরু হবে বলে কোম্পানিটি জানিয়েছে।

সরাসরি কনটেইনার জাহাজ চালুর জন্য সাইফ পাওয়ারটেক লিমিটেড ও আবুধাবি পোর্ট গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান সাফিন ফিডার কোম্পানির মধ্যে গত রোববার চুক্তি হয়েছে।

দুবাই–চট্টগ্রাম পথে জাহাজ নামাচ্ছে সাইফ পাওয়ারটেক

চুক্তিতে সই করেন সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন ও আবুধাবি পোর্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জুমা আল শামিসি। চুক্তি অনুযায়ী সাফিন ফিডারের তিনটি কনটেইনার জাহাজ ১৫ বছর মেয়াদে পরিচালনা করবে সাইফ পাওয়ারটেক লিমিটেড।

কোম্পানি জানায়, নতুন এই সেবা সংযুক্ত আরব আমিরাতের বন্দরগুলো থেকে কলম্বো বন্দর হয়ে চট্টগ্রামে আসবে। ফিরতি পথে একইভাবে চট্টগ্রাম থেকে কলম্বো হয়ে সংযুক্ত আরব আমিরাতের বন্দরে পৌঁছাবে। তিনটি জাহাজ ১ হাজার ৭০০ থেকে ২ হাজার ১০০ একক কনটেইনার পরিবহনে সক্ষম। প্রতি ১০ দিন পর চট্টগ্রাম থেকে জাহাজ সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে ছেড়ে যাবে।

দুবাই–চট্টগ্রাম পথে জাহাজ নামাচ্ছে সাইফ পাওয়ারটেক

 

সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন প্রথম আলোকে বলেন, সরাসরি কনটেইনার জাহাজ চালু হলে সময় ছয় থেকে সাত দিন কমবে। খরচ কমবে কনটেইনারপ্রতি ১৫০-২০০ ডলার। সরাসরি জাহাজসেবা চালু হলে সিঙ্গাপুর বা কলম্বো বন্দরে কনটেইনার ওঠানো-নামানো করতে হবে না। জাহাজ তিনটি বাংলাদেশে নিবন্ধন করা হবে বলেও তিনি জানান।

কোম্পানি জানিয়েছে, প্রতি জাহাজ থেকে বছরে আয় হবে দুই কোটি ডলার। তিনটি জাহাজ থেকে বছরে আয় ৬০০ কোটি টাকা এবং মুনাফা হবে ৭৫ কোটি টাকা।

 

 

ধানমন্ডিতে নিষেধাজ্ঞা, বেড়িবাঁধে সমাবেশ করবে বিএনপি

নির্বাচন ও জনগণের ম্যান্ডেট ছাড়া সরকার পরিবর্তনের সুযোগ নেই: কাদের

Leave A Reply

Your email address will not be published.