কুড়িগ্রামের ফুলবাড়ীতে বেপরোয়া দুই মোটরসাইকেলের সংঘর্ষে দেবেন্দ্র নাথ রায় (৬৫) নামে এক পথচারী নিহত ও আরও একজন আহত হয়েছেন।
নিহত দেবেন্দ্র নাথ রায় উপজেলার বালারহাটের নাওডাঙ্গা গ্রামের মৃত মনমোহন চন্দ্র রায়ের ছেলে। বুধবার সন্ধা সাড়ে ৬টার দিকে বালারহাট বকুলতলা সড়কে শিবমন্দিরের উত্তরে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, বুধবার সন্ধায় পথচারী দেবেন্দ্র নাথ দিন মজুরের কাজ শেষে বাড়ির জন্য খাবার কিনে আসছিলেন। এ সময় বিপরীতমুখি নাওডাঙ্গা গ্রামের মোটরসাইকেলচালক আশাদুলের ছেলে ইউসুফ ওরফে হাসেম (২০) ও কুরুষাফেরুষা গ্রামের মৃত মমিনুলের ছেলে সোহেলের (২০)সংঘর্ষ হয়।
এ সময় ইউসুফের মোটরসাইকেলটি ছিটকে গিয়ে পাকা সড়কের পথচারী দেবেন্দ্রকে সজোরে ধাক্কা দিলে তার মাথা ফেটে গিয়ে প্রচুর রক্তক্ষরণ হয়। আহত হন মোটরসাইকেলচালক সোহেল। পরে এলাকাবাসী তাদেরকে উদ্ধার ফুলবাড়ী হাসপাতালে নিয়ে আসার পথেই দেবেন্দ্র নাথের মৃত্যু হয়। আহত সোহেলকে লালমনিরহাটে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ফুলবাড়ী থানার ওসি ফজলুর রহমার ঘটনার সত্যতা নিশ্চিত করেছে
মোটরসাইকেলের