দুই বন্ধুর যখন পরীক্ষাকেন্দ্রে থাকার কথা, তখন চলছিল দাফনের প্রস্তুতি

আজ শনিবার সকালে তাদের দা‌খিল পরীক্ষাকেন্দ্রে থাকার কথা ছিল। কিন্তু ওই সময় চলছিল তাদের দাফনের প্রস্তুতি। গতকাল শুক্রবার রাতে টাঙ্গাইলের ঘাটাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় দা‌খিল পরীক্ষার্থী দুই বন্ধুর মৃত্যু হ‌য়েছে।

দুই পরীক্ষার্থী হলো ঘাটাইল উপ‌জেলার সংগ্রামপুর ইউনিয়নের এগারকাহনিয়া গ্রামের ফজলু খানের ছেলে নাঈম খান (১৬) ও আবদুস সাত্তারের ছেলে শাকিল খান (১৬)। তারা উপ‌জেলার মূলবাড়ী দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসা থেকে এবার দাখিল পরীক্ষায় অংশ নিচ্ছিল। গত বৃহস্পতিবার দাখিল পরীক্ষা শুরু হয়। আজ সকালে গণিত পরীক্ষা ছিল। দুর্ঘটনায় তা‌দের আরেক বন্ধু রানা (১৭) গুরুতর আহত হ‌য়ে‌ছে।

দুই বন্ধুর যখন পরীক্ষাকেন্দ্রে থাকার কথা, তখন চলছিল দাফনের প্রস্তুতি

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত আটটার দিকে দাখিল পরীক্ষার্থী নাঈম, শাকিল ও রানা মোটরসাইকেলে দেওজানা থেকে ছনখোলা বাজারের দিকে যাচ্ছিল। মোটরসাইকেলটি আজাদিয়া দাখিল মাদ্রাসার সামনে পৌঁছালে ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমু‌খি সংঘর্ষ হয়। এতে তিন বন্ধু গুরুতর আহত হয়।

পরে স্থানীয় ব্যক্তিরা আহত তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে নাঈম ও শাকিলের অবস্থা গুরুতর হওয়ায় সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চি‌কিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা। ময়মনসিংহ নেওয়ার পথে শাকিলের মৃত্যু হয়। পরে দিবাগত রাত একটার দি‌কে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাঈমেরও মৃত্যু হয়।

দুই বন্ধুর যখন পরীক্ষাকেন্দ্রে থাকার কথা, তখন চলছিল দাফনের প্রস্তুতি

 

সংগ্রামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. মিন্টু বলেন, দুই ছাত্রের মৃত্যুতে গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। আজ দুপুরে তাদের দাফন সম্পন্ন হয়েছে।

 

 

আখাউড়া স্থলবন্দরে ২ দিন আমদানি-রপ্তানি বন্ধ

কৌতুক অভিনেতা রনি ‘শঙ্কামুক্ত নন’

Leave A Reply

Your email address will not be published.