দিনাজপু‌রে বা‌সের চাপায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

দিনাজপুর সদর উপ‌জেলায় বা‌সের চাপায় প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষক নিহত হয়েছেন।

আজ বৃহস্প‌তিবার সকাল ৯টায় উপ‌জেলার শশরা ইউনিয়নের দিনাজপুর-‌গো‌বিন্দগঞ্জ মহাসড়‌কের উমরপাইল জা‌লিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে।

নিহত ওই স্কুলশিক্ষকের নাম মো. নুরুজ্জামান (৫৬)। তিনি দিনাজপুর সদর উপ‌জেলার উমরপাইল গ্রা‌মের মৃত স‌লিমউদ্দিনের ছে‌লে। তি‌নি সদর উপ‌জেলার পাঁচবা‌ড়ি সরকা‌রি প্রাথ‌মিক বিদ্যাল‌য়ের সহকা‌রি শিক্ষক ছি‌লেন।

 

বা‌সের চাপায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্প‌তিবার সকা‌লে বা‌ড়ি থে‌কে বের হ‌য়ে মহাসড়‌ক ধ‌রে হেঁ‌টে পাঁচবা‌ড়ি বাজা‌র যা‌চ্ছি‌লেন নুরুজ্জামান। এসময় দিনাজপুর থে‌কে ঢাকামুখী যাত্রীবাহী এক‌টি বাস পেছন থে‌কে তাঁ‌কে চাপা দি‌য়ে চ‌লে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

 

বা‌সের চাপায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

দিনাজপুর কোতোয়ালি থানার উপ-পু‌লিশ প‌রিদর্শক মিজানুর রহমান বলেন, ট্রাক‌টি‌কে আটক করা যায়‌নি। প‌রিবা‌রের কোনো আপ‌ত্তি না থাকায় নুরুজ্জামানের লাশ প‌রিবা‌রের কা‌ছে হস্তান্তর করা হ‌য়ে‌ছে। এ ব্যাপা‌রে ক‌োতোয়া‌লি থানায় এক‌টি অপমৃত্যু মামলা করা হ‌য়ে‌ছে।

 

 

চাপায়

 

এশিয়া কাপ আয়োজন করতে পারবে না শ্রীলঙ্কা

ইতিহাস গড়ার পথে পাকিস্তান

Leave A Reply

Your email address will not be published.