ইডির তৃতীয় দিনের জেরার আগে মায়ের সঙ্গে দেখা করলেন রাহুল

কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে দেখতে গতকাল মঙ্গলবার রাতে হাসপাতালে যান তাঁর ছেলে রাহুল গান্ধী।

 

করোনায় আক্রান্ত সোনিয়া বর্তমানে দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি। তাঁকে দেখতে হাসপাতালে রাহুলের সঙ্গে তাঁর বোন প্রিয়াঙ্কা গান্ধীও ছিলেন।

ন্যাশনাল হেরাল্ড মামলায় গতকাল দ্বিতীয় দিনের মতো কংগ্রেস নেতা রাহুলকে জেরা করে ভারতের আর্থিক দুর্নীতিসংক্রান্ত তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

স্থানীয় সময় রাত ১১টা ৩০ মিনিটে রাহুল দিল্লির ইডি সদর দপ্তর ত্যাগ করেন। পরে তিনি তাঁর মাকে দেখতে হাসপাতালে যান।

আজ বুধবারও রাহুলকে ইডি দপ্তরে যেতে হবে।

ইডির তৃতীয় দিনের জেরার আগে সোনিয়ার সঙ্গে দেখা করলেন রাহুল।

 

একই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সোনিয়াকেও সমন দিয়েছে ইডি। ২৩ জুন ইডি সদর দপ্তরে তাঁর হাজির হওয়ার কথা।

৭৫ বছর বয়সী সোনিয়ার ২ জুন করোনা শনাক্ত হয়। গত রোববার তাঁকে গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।

 

 দিনে

 

রাহুলকে গতকাল ১১ ঘণ্টার বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করে ইডি। গতকাল স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে ইডি রাহুলকে জিজ্ঞাসাবাদ শুরু করে। দ্বিতীয় দিনের জিজ্ঞাসাবাদ শেষে রাত সাড়ে ১১টার দিকে ইডি সদর দপ্তর ত্যাগ করেন রাহুল। দীর্ঘ সময় ধরে চলা এই জিজ্ঞাসাবাদের মধ্যে তিনি এক ঘণ্টার জন্য মধ্যাহ্নভোজের বিরতি নেন।

 

তৃতীয় দিনের জেরার

 

আগের দিন সোমবার রাহুলকে প্রায় ১০ ঘণ্টা ধরে জেরা করে ইডি। এ নিয়ে গত দুই দিনে ইডি রাহুলকে ২১ ঘণ্টার বেশি জিজ্ঞাসাবাদ করল।

রাহুলকে ইডির জিজ্ঞাসাবাদের প্রতিবাদে গতকালও বিক্ষোভ-প্রতিবাদ দেখায় কংগ্রেস। বিক্ষোভকে কেন্দ্র করে একাধিক কংগ্রেস নেতাকে গ্রেপ্তারও করা হয়।

কংগ্রেসের দাবি, পুরোনো এই মামলা বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে ইডি নতুন করে মামলার তদন্ত শুরু করেছে।

 

 

রিজার্ভ বাঁচাতে পাকিস্তানিদের চা পান কমাতে বলল সরকার

করোনাশনাক্ত দেড় শ ছাড়াল, শনাক্তের হার আবার ৩-এর বেশি

Leave A Reply

Your email address will not be published.