ঢাকার ধামরাইয়ে ছাত্রলীগের নতুন কমিটির বিরুদ্ধে ঝাড়ু মিছিল

ধামরাই (ঢাকা) প্রতিনিধিঃ

ঢাকার ধামরাইয়ে ২১ বছর পর উপজেলা কমিটি ঘোষণা করেছে ঢাকা জেলা উত্তর ছাত্রলীগ। গত শুক্রবার (৪ নভেম্বর) সংগঠনের ঢাকা জেলা উত্তরের সভাপতি সাইদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনিরেরর সাক্ষরিত প্যাডে নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়। এক বছরের জন্য ঘোষিত উপজেলায় নতুন কমিটির সভাপতি হয়েছেন জামিল হোসেন ও সাধারণ সম্পাদক করা হয়েছে মো. মাহাবুব রহমানকে। এ নিয়ে শুরু হয়েছে নতুন বির্তক।

উপজেলা ছাত্রলীগ কর্মীরা ক্ষোভ প্রকাশ করে আজ শনিবার (৫ নভেম্বর) ঢাকা আরিচা মহাসড়কের থানা স্ট্যান্ড এলাকায় নতুন কমিটির বিরুদ্ধে ঝাড়ু মিছিল করে। এসময় উপজেলা ছাত্রলীগের প্রায় দেরশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। ঝাড়ু মিছিলে নেতৃত্ব দেন ধামরাই সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিব ও উপজেলা ছাত্রলীগের সাবেক ১নং যুগ্ম আহ্বায়ক রবিউল করিম রুবেল। এসময় হাবিব বলেন, ছাত্রলীগের যে কমিটি অনুমোদন দেওয়া হয়েছে এবং যাদের সভাপতি সম্পাদক করা হয়েছে তাদের ছাত্রলীগ করার বয়স শেষ হয়ে গেছে।

তিনি আরো অভিযোগ করে বলেন, ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম অর্থ গ্রহণ করে এ কমিটির অনুমোদন দিয়েছেন। তিনি আমার কাছেও টাকা চেয়েছিল। এবং আমার কাছ থেকে ৪লক্ষ টাকা নিয়েছে পরবর্তী আরো ৬ লক্ষ টাকা দাবি করলে আমি অপারগতা প্রকাশ করলে তিনি বলেন ১৫ লক্ষ টাকা দিয়ে পদ নেওয়ার জন্য অনেকেই বসে রয়েছে তাহলে তাদের পদে দিয়ে দেব। রুবেল বলেন, উপজেলা ছাত্রলীগের সম্পাদক করা হয়েছে মাহাবুবকে সে একজন মোটরসাইকেল চোরাই সিন্ডিকেটের সদস্য। তার নামে মটরসাইকেল চুরি মামলা রয়েছে। এসময় ছাত্রলীগ কর্মীরা নতুন কমিটি বাতিল দাবি করে বিভিন্ন শ্লোগান দিতে থাকে। কমিটি বাতিল না করা হলে বৃহৎ কর্মসূচির ঘোষণা দেয়া হবে বলে হুশিয়ারি দেয়। এ ব্যাপারে ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলামকে মুঠোফোনে একাধিক বার কল করা হলেও রিসিভ করেনি।

Leave A Reply

Your email address will not be published.