জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বেলা পৌনে ১১টায় জাতীয় ঈদগাহ ময়দানে তাঁর প্রথম জানাজা সম্পন্ন হয়।
হাজারো মানুষ জানাজায় অংশ নেন।
জানাজায় অংশ নেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, সড়ক পরিবহনমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, মৎস্য ও পশুসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলম, জাতীয় সংসদের উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহুমুদ চৌধুরী, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
জানাজায় ইমামতি করেন সুপ্রিম কোর্ট জামে মসজিদের ইমাম আবু সালেহ মো. সলিমউল্লাহ। গত শুক্রবার বাংলাদেশ সময় দিবাগত রাত দুইটার দিকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফজলে রাব্বী মিয়া। তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর।
তিনি গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য। সংসদ সচিবালয়ের উপপরিচালক (গণসংযোগ) স্বপন বিশ্বাস জানান, আজ সকাল সাড়ে আটটায় এমিরেটসের একটি ফ্লাইটে ফজলে রাব্বী মিয়ার মরদেহের কফিন ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলম, সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান, হুইপ ইকবালুর রহিম এবং ফজলে রাব্বী মিয়ার পরিবারের সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
স্বপন বিশ্বাস বলেন, দুপুরে হেলিকপ্টারে করে মরদেহ নিয়ে যাওয়া হবে ফজলে রাব্বী মিয়ার নিজের এলাকা গাইবান্ধার সাঘাটায়। সেখানে বেলার তিনটায় ভরতখালী উচ্চবিদ্যালয় মাঠে জানাজা শেষে কফিন নিয়ে যাওয়া হবে গটিয়া গ্রামে। সেখানে আরেক দফা জানাজার পর পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
ডেপুটি ডেপুটি