মাহিন্দ্র থেকে ছিটকে ট্রাকের চাকায় প্রাণ হারালেন এক নারী

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার বেলছড়িতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রুমা আক্তার (২১) নামের এক নারী নিহত হয়েছেন।

আজ শুক্রবার সকাল ৯টার দিকে বেলছড়ি ইউনিয়নের মাটিরাঙ্গা-তবলছড়ি সড়কের আমবাগান এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত রুমা আক্তার বেলছড়ির করল্যাছড়ি এলাকার রওশন আলীর মেয়ে।

মাহিন্দ্র থেকে ছিটকে ট্রাকের চাকায় প্রাণ হারালেন এক নারী

নিহত রুমার চাচা আবুল হাসেম জানান, ২০ আগস্ট রুমার দাদি মারা যান। সেদিনই শ্বশুরবাড়ী নোয়াখালীর সেনবাগ থেকে শেষ বারের মতো দাদিকে দেখতে করল্যাছড়ি বাবার বাড়িতে আসেন রুমা। আজ সকালে শ্বশুরবাড়িতে যাওয়ার জন্য মাহিন্দ্র যোগে মাটিরাঙ্গা যাচ্ছিলেন তিনি। পথে বেলছড়ি আমবাগান এলাকায় এলে মাহিন্দ্র থেকে ছিটকে পড়েন তিনি। এ সময় মাটিরাঙ্গার দিক থেকে আসা মালবাহী ট্রাকের পেছনের চাকার নিচে পড়ে যান। এতে মাথা থেতলে ঘটনাস্থলে মারা যান রুমা আক্তার। তাঁর একটি ছয় মাসের কন্যাসন্তান রয়েছে।

মাহিন্দ্র থেকে ছিটকে ট্রাকের চাকায় প্রাণ হারালেন এক নারী

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আলী বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়ি জব্দ করেছে। ট্রাকের ড্রাইভার ও হেলপার পলাতক। এ ব্যাপারে এখনো কেউ অভিযোগ করেনি।

 

 

পুকুরে যুবকের ভাসমান লাশ

ওষুধের দোকান ২৪ ঘণ্টাই খোলা থাকবে: স্বাস্থ্যমন্ত্রী

 

Leave A Reply

Your email address will not be published.