টাঙ্গাইলে শিশুকে ধর্ষণের দায়ে এক বৃদ্ধের যাবজ্জীবন

টাঙ্গাইলে ১০ বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে একজন বৃদ্ধকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

আজ সোমবার দুপুরে টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন এই রায় দেন। একই সঙ্গে ওই ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম লিয়াকত আলী (৬৫)। তিনি নাগরপুর উপজেলার চেচুয়াজানী গ্রামের মৃত নয়ান আলীর ছেলে।

 

টাঙ্গাইলে শিশুকে ধর্ষণের দায়ে এক বৃদ্ধের যাবজ্জীবন

আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২১ মার্চ বিকেলে লিয়াকত আলী ১০ বছরের এক শিশুকে ফল খাওয়ানোর কথা বলে নিজের ঘরে ডেকে নেন। এরপর তিনি ওই শিশুকে ধর্ষণ করেন। বিষয়টি কাউকে বললে মেরে ফেলার ভয়ভীতি দেখিয়ে ওই শিশুকে ঘর থেকে বের করে দেন তিনি। পরদিন শিশুটি তার পরিবারকে বিষয়টি জানায়। পরে ওই শিশুর দাদা ২০১৫ সালের ২ এপ্রিল নাগরপুর থানায় মামলা করেন।

 

টাঙ্গাইলে শিশুকে ধর্ষণের দায়ে এক বৃদ্ধের যাবজ্জীবন

 

টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) মোহাম্মদ আবদুল কুদ্দুস বলেন, মামলার তদন্ত কর্মকর্তা নাগরপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আবদুল হক তদন্ত শেষে ২০১৫ সালের ১৩ জুলাই লিয়াকত আলীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। মামলার তদন্ত কর্মকর্তা, চিকিৎসকসহ মোট আটজন আদালতে সাক্ষ্য দেন। রায় ঘোষণার পর লিয়াকত আলীকে টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়েছে।

 

 

 

গ্রামটিতে ১২ ঘণ্টায় লোডশেডিং হয়েছে ৫ ঘণ্টা

সিলেটের যেসব এলাকায় ১৩ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং থাকবে

Leave A Reply

Your email address will not be published.