মোঃ তারিকুর রহমান চুয়াডাংগা ঃচুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৫০ বোতল ফেন্সিডিলসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত আসামিরা হলো দর্শনা থানাধীন রাঙ্গিয়ারপোতা গ্রামের রফিকুল ইসলামের ছেলে আলামিন শিহাব (১৯) ও সুলতানপুর গ্রামের মৃত মমিন হকের ছেলে শিপ্লব হাসান (১৮)।
শনিবার (১৪ মার্চ) সকাল পৌনে দশ ঘটিকার সময় তাদের আটক করা হয়।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, সাব-ইন্সপেক্টর আনিসুর রহমান, এ এস আই হাবিব,এ এস আই নূর হোসেন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর বাসস্ট্যান্ডে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৫০ বোতল ফেন্সিডিলসহ যুবক আলামিন ও শিপ্লবকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামিদের বিরুুুুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।