Ultimate magazine theme for WordPress.

হাতে সময় কম, অফিসেই বিয়েটা সেরে নিলেন প্রেমিকযুগল!

দুজনেই কর্মব্যস্ত। বিয়ের জন্য আলাদা করে সময় বের করা কঠিন। তাই ভালোবাসা দিবসটিকেই বিয়ের জন্য ‍উপযুক্ত সময় হিসেবে নিলেন দুজন। তবে অবাক করার মতো বিষয় হচ্ছে- তারা এতটাই ব্যস্ত যে, অফিসেই নিজেদের বিয়ের কাজটা সেরে ফেলেছেন।

গতকাল বিশ্ব ভালোবাসা দিবসে ভারতের উলুবেড়িয়ায় এমনই এক বিয়ে সম্পন্ন হয়েছে। এসময় অফিসের সহকর্মীরাও উপস্থিত ছিলেন।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, পাত্র তুষার সিংলা আইএএস’র (Indian Administrative Service) কর্মকতা। বর্তমানে তিনি উলুবেডিয়ার মহকুমা শাসক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাত্রীর নাম নভোজিৎ সিমি। তিনি বিহারের পাটনার এএসপি (ট্রেনিং) হিসেবে আছেন। তাইতো বিয়ের স্থান হিসেবে সিংলা নিজের কর্মস্থলকেই বেছে নিলেন।

গতকাল শুক্রবার ভ্যালেন্টাইনস ডে’র সকালে তাদের বিয়ের রেজিস্ট্রি হয়। তার আগে বৃহস্পতিবার রাতেই স্থানীয় এক কালী মন্দিরে তাদের মালাবদল হয়। হুট করে বিয়েটা হয়ে গেলেও বিবাহোত্তর ধুমধাম করে অনুষ্ঠান করা হবে বলে জানিয়েছেন নবদম্পতি।

জানা গেছে, তুষার ও নভোজিৎ দুজনই পাঞ্জাবের বাসিন্দা। তবে কর্মস্থল দুজনের দুই রাজ্যে।

ভারতীয় গণমাধ্যমগুলোর খবরে জানানো হয়েছে, মূলত কাজের সূত্রেই দুজনের পরিচয়। এর পর থেকে মন দেয়া-নেয়া। অবশেষে হলো শুভ পরিণয়।

Leave A Reply

Your email address will not be published.