নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে তৃতীয় শ্রেণীর এক স্কুল ছাত্রী ধর্ষণের অভিযোগে সিয়াম নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে বশিরগাঁও এলাকা থেকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় বুধবার রাতে ওই ছাত্রীর বাবা সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ তাকে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেতারকৃত সিয়াম আড়াইহাজার উপজেলার ফাউসা গ্রামের সাইদুল হকের ছেলে। সে বশিরগাঁও গ্রামে নানার বাড়িতে বসবাস করে।
জানা গেছে, উপজেলার জামপুর ইউনিয়নের বশিরগাঁও এলাকার প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীকে সিয়াম ১০ টাকার প্রলোভন দেখিয়ে জঙ্গলে নিয়ে ধর্ষণ করে । এসময় সিয়াম ওই ছাত্রীকে বিষয়টি কাউকে না বলতে হুমকি দেয়। এ ঘটনায় বুধবার রাতে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর তালতলা ফাঁড়ি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আমিনুল ইসলাম বশিরগাঁও গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সিয়ামকে গ্রেফতার করে।
তালতলা ফাঁড়ি পুলিশের ইনচার্জ মো. আহসানউল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিয়ামকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের কাছে সে ধর্ষণের কথা স্বীকার করেছে। শুক্রবার তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।