সিরাজগঞ্জ শহরের হার্টপয়েন্টে নারীসহ প্রতারক চক্রের হোতাসহ তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- পৌর এলাকার দিয়ারধানগড়া মহল্লার সুলতানা ওরফে মক্ষীরাণী, তার দুই সহযোগী কোবদাসপাড়ার মো. জাহিদ শেখ ও দত্তবাড়ীর কালাচাঁন।
রোববার বিকেলে ওই এলাকার বালুচরে ইয়াবা সেবন ও অসামাজিক কর্মকাণ্ডের সময় হাতেনাতে তাদের আটক করা হয়।
সদর থানার ওসি মো. হাফিজুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রতারক চক্রের হোতা সুলতানা ওরফে মক্ষীরাণীসহ দুইজনকে আটক করা হয়েছে। চক্রের বাকি সদস্যদের ধরতে অভিযান চলছে।
ওসি আরো জানান, সহজ সরল মানুষকে প্রেমের ফাঁদে ফেলে ও আপত্তিকর ছবি-ভিডিও তুলে মোটা টাকা হাতিয়ে নিতেন এ চক্রের সদস্যরা। এছাড়া তারা মাদক ব্যবসাসহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডের সঙ্গেও জড়িত। তাদের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ রয়েছে।