বেসরকারি টেলিভিশন নিউজ টোয়েন্টিফোরের গাড়ি ভাংচুর ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় বংশাল থানায় মামলা করা হয়েছে। মঙ্গলবার (১১ জানুয়ারি) বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন ফকির ব্রেকিংনিউজকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিউজ টোয়েন্টিফোর এর প্রতিবেদক ফখরুল ইসলাম (৩০) বাদী হয়ে অজ্ঞাতনামা ৭০/৮০ জনকে অভিযুক্ত করে একটি অভিযোগ দায়ের করেন।
ওসি জানান, অভিযান পরিচালনা করে নিউজ টোয়েন্টিফোর এর খোয়া যাওয়া একটি ক্যামেরা ও ব্যাকপ্যাক উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য, বংশালের নয়াবাজার এলাকায় কাস্টমস কর্তৃপক্ষ অবৈধ বন্ডের পেপার কার্টিসের ওপর অভিযান পরিচালনা করে। সেখানে সংবাদ সংগ্রহ করতে যান চ্যানেলটির একটি টিম। এ সময় অজ্ঞাতনামা লোকজন সাংবাদিকদের উপর অতর্কিত হামলা করে ক্যামেরা ছিনিয়ে নেয় এবং তাদের ব্যবহৃত গাড়িটি ভাংচুর করে।