বন্যার পানিতে ডুবে গেছে গাইবান্ধার বাদিয়াখালী থেকে ত্রিমোহনী পর্যন্ত ৬ কিলোমিটার রেলপথ। এতে করে বন্ধ করে দেয়া হয়েছে গাইবান্ধা-বগুড়া হয়ে ঢাকা রুটে লালমনিরহাটের রেল চলাচল। ফলে বুধবার (১৭ জুলাই) দুপুর থেকে ঢাকা রুটের আন্তঃনগর ট্রেন কাউনিয়া-রংপুর-পার্বতীপুর হয়ে ঢাকায় যাচ্ছে।
এতে করে বামনডাঙ্গা-বগুড়া রুটের যাত্রীদের গন্তব্যে ফিরতে চরম ভোগান্তি পড়তে হয়। এছাড়াও বন্যার পানির কারণে লালমনিরহাট রেলওয়ের ৫টি ট্রেন গাইবান্ধা, বানিয়াখালী ও বোনারপাড়া রেল স্টেশনে আটকা পড়ে আছে।
বুধবার দুপুরে বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাট বিভাগীয় ম্যানেজার মুহাম্মদ শফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, লালমনিরহাট-ঢাকা রেল রুটের গাইবান্ধা জেলার বাদিয়াখালি থেকে ত্রিমোহনী পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার লাইনের ওপর ১ ফিট বন্যার পানি প্রবাহিত হচ্ছে। ঢাকা থেকে ছেড়ে আসা লালমনি এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনটি ধীরগতিতে বিলম্বে লালমনিরহাট পৌঁছেছে। এরপর একই ট্রেন ঢাকার উদ্দেশে আবারও যাত্রা করে রংপুরের কাউনিয়া স্টেশনে আটকে যায়। পরে পশ্চিম অঞ্চলের সিদ্ধান্তে রুট পরিবর্তন করে আন্তঃনগর লালমনি এক্সপ্রেস ট্রেনটি কাউনিয়া হয়ে রংপুর দিয়ে পার্বতীপুর হয়ে ঘুরে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে।
বন্যার পানি নেমে না যাওয়া পর্যন্ত লালমনিরহাট-গাইবান্ধা-বগুড়া রুটে ট্রেন চলাচল বন্ধ থাকবে বলেও জানান তিনি।
Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Next Post